নয়াদিল্লি: পুণেতে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশাল ব্যবধানে হারলেও, ভারতের অধিনায়ক বিরাট কোহলির পাশেই দাঁড়ালেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, ‘কোহলি একজন মানুষ। ও একদিন ব্যর্থ হতেই পারে। ও পুণেতে দু ইনিংসেই ব্যর্থ হয়েছে। আমার মনে হয় প্রথম ইনিংসে ও অফস্ট্যাম্পের বাইরে লুজ শট খেলে আউট হয়েছে। তবে অস্ট্রেলিয়ানরা ওকে ওই জায়গায় বল করেছে।’


অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচে পারফরম্যান্সের বিচারে কিংবদন্তী সচিন তেন্ডুলকরের থেকেও কোহলিকে এগিয়ে রাখছেন সৌরভ। তিনি বলেছেন, ‘কোহলিকে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর চারটি টেস্টে শতরান করতে দেখে বিশ্বাস হচ্ছিল না সেটা বাস্তব না কল্পনা। আমি সচিন তেন্ডুলকরকে এটা করতে দেখিনি।’

পুণেতে প্রথম ইনিংসে ০ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩ রান করেন কোহলি। ভারতীয় দল ব্যাটিং ব্যর্থতার ফলে আড়াই দিনের মধ্যে ৩৩৩ রানে হেরে গিয়েছে। তা সত্ত্বেও সচিন, সৌরভরা ভারতীয় দল ও বিরাটের পাশে দাঁড়িয়েছেন। তাঁদের আশা, এই সিরিজে প্রত্যাবর্তন ঘটাবে ভারত।