কলম্বো: এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরের শেষ ম্য়াচে আজ মুখোমুখি হতে চলেছে ভারত ও বাংলাদেশ (India vs Bangladesh)। টুর্নামেন্টে প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নিয়েছিল আগেই ভারতীয় দল। অন্য়দিকে গতকাল পাকিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কাও ফাইনালে পৌঁছে গিয়েছে। বাংলাদেশ সুপার ফোরে ২ টো ম্যাচই হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে আগেই। ফলে আজকের ম্য়াচটি পুরোটাই নিয়মরক্ষার ম্যাচ হতে চলেছে। বাংলাদেশের কাছে সম্মানের লড়াই। দেশের ফেরার আগে সুপার ফোরের শেষ ম্যাচটি জিততে চাইবেন শাকিব আল হাসানরা। অন্য়দিকে ভারতের কাছে রিজার্ভ বেঞ্চে পরীক্ষার পালা। আজকের লড়াইয়ে তাই অনেককেই বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে একাদশের বাইরে থাকতে পারেন বিরাট, বুমরা, রাহুল এমনকী রোহিতও। 


কাদের ম্যাচ?


আজ ১৫ সেপ্টেম্বর, ভারত বনাম বাংলাদেশ, এশিয়া কাপ সুপার ফোরের ম্যাচ









খেলাটি হবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে





কখন শুরু ম্যাচ?




খেলাটি শুরু হবে বিকেল ৩ থেকে, তার ৩০ মিনিট আগে হবে টস


কোথায় দেখবেন ম্যাচ?


টিভিতে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক


অনলাইন স্ট্রিমিং


ডিজনি প্লাস হটস্টারে লাইভ স্ট্রিমিং দেখা যাবে এই খেলার


পাকিস্তান ম্য়াচের আগে চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। যার ফলে বাবরদের বিরুদ্ধে মাঠে নামতে পারেননি। বাংলাদেশ ম্য়াচের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন অনুশীলনে। তবে এখনও তিনি ম্যাচ ফিট কিনা বলা যাচ্ছে না। এই পরিস্থিতিতে তাঁকে হয়ত এই ম্য়াচেও একাদশের বাইরে রাখা হতে পারে। বোলিং বিভাগে বুমরা, সিরাজ এশিয়া কাপে চারটি ম্য়াচই খেলেছেন। এদিনের ম্য়াচে তাঁদেরকেও বিশ্রাম দেওয়া হতে পারে। সূর্যকুমার যাদবকে একাদশে দেখা যেতে পারে বাংলাদেশ ম্য়াচে। হার্দিক পাণ্ড্যকেও বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে আগের ম্য়াচে না খেলা শার্দুল ঢুকে পড়বেন একাদশে। সুযোগ মিলতে পারে শামি, প্রসিদ্ধরও। 


অন্য়দিকে, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্য়াচেই পরাজিত হয়েছিল বাংলাদেশ। দুই হারের ফলে তারা আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। তাই এই ম্যাচ থেকে শাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশের কাছে আলাদা করে তেমন কিছু পাওয়ার নেই। তবে বিশ্বকাপের আগে ভারতকে হারালে বাংলাদেশ দলের যে আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে, তা বলাই বাহুল্য। তাই তারা কিন্তু এই ম্যাচে মরিয়া হয়েই মাঠে নামবে।


উল্লেখ্য, বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডেতে শেষ সাক্ষাতে ভারতীয় দল বাংলা টাইগাদের দুরমুশ করেছিল। ২২৭ রানের বিরাট ব্যবধানে জয় পেয়েছিল টিম ইন্ডিয়া।