নটিংহ্যাম:  ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। আজ থেকে শুরু প্রথম টেস্ট। ট্রেন্ট ব্রিজে বিরাট বনাম রুট দ্বৈরথ নিয়ে উত্তাপ বাড়ছে। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর সাদা পােশাকের ক্রিকেটে এই প্রথমবার নামতে চলেছে ভারতীয় দল। সিরিজ শুরুর আগেই চোটের জন্য প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছেন ময়ঙ্ক অগ্রবাল। তাঁর বদলে ওপেনিংয়ে কে নামবেন, তা এখনও ঠিক নেই। তবে প্রস্তুতি পর্বে কোনও ত্রুটি রাখেনি ভারতীয় দল।


ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরুর দু-দিন আগে ধাক্কা ভারতীয় শিবিরে। মাথায় চোট পেয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন মায়াঙ্ক আগারওয়াল। গত সোমবার নেটে অনুশীলনের সময় ভারতীয় ওপেনারের হেলমেটে আঘাত হানে মহম্মদ সিরাজের বাউন্সার। বলের আঘাত লাগে হেলমেটের পিছনের দিকে। যার পরই নেটে শুয়ে পড়েন ৩০ বছরের ভারতীয় ব্যাটসম্যান। সঙ্গে সঙ্গে ছুটে যান ভারতীয় ক্রিকেট দলের মেডিক্যাল টিমের সদস্যরা। তারা ময়ঙ্কের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করেন। কিছুক্ষণের মধ্যেই সম্বিত ফিরে পেয়ে আস্তে আস্তে নিজে হেঁটেই নেট ছাড়েন ময়ঙ্ক। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত ময়ঙ্ককে 'মেডিক্যাল অবজারভেশনে' রাখা হয়েছে। পাশাপাশি বোর্ডের বার্তায় জানিয়ে দেওয়া হয় যে, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের ভারতীয় দলে নেই ময়ঙ্ক অগ্রবাল।


মঙ্গলবার কোহলি বলেছেন, 'জৈব সুরক্ষা বলয়ে জীবন ভীষণ কঠিন। আমরা প্রায় দেড় বছর বায়ো বাবলে রয়েছি। অধিনায়কের জীবন আরও কঠিন। এমনিতেই অধিনায়কের ওপর অনেক চাপ থাকে। তার ওপর জৈব সুরক্ষা বলয়ে অধিনায়কের জীবন আরও কঠিন হয়ে গিয়েছে। এত বেশি বন্দি জীবন কাটাতে হচ্ছে এখন। মাঝের বিরতিটা ভীষণ জরুরি ছিল। আমরা আবার তরতাজা হয়ে সিরিজে মনোনিবেশ করতে পারব।' কোহলি যোগ করেছেন, 'বেন স্টোকসের মতো অনেকেই জৈব সুরক্ষা বলয়ে টানা থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়বে।'



কখন-কোথায় দেখবেন ম্যাচ: ট্রেন্টব্রিজে হতে চলা ভারত- ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় আজ দুপুর ৩.৩০ থেকে। টস হবে ৩টের সময়। সোনি সিক্স চ্যানেলে লাইভ দেখা যাবে খেলা। এছাড়াও অনলাইনে এই খেলা দেখা যাবে সোনি লিভ অ্যাপে।