নয়াদিল্লি: সোমবার ১ ফেব্রুয়ারি থেকে সিনেমা হল, থিয়েটারে একশো শতাংশ টিকিট বিক্রির ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। আর সেই অনুমতির হাত ধরে এবার ভারতেও ক্রিকেট মাঠে ফিরতে চলেছে জনতা। সব কিছু ঠিকঠাক চললে চেন্নাইয়ে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচে গ্যালারিতে দেখা যাবে ক্রিকেটপ্রেমীদের।
৫ ফেব্রুয়ারি থেকে দেশের মাটিতে জো রুট বাহিনীর মুখোমুখি হবেন বিরাট কোহলিরা। চার টেস্টের সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে চেন্নাইয়ে এম এ চিদম্বরম স্টেডিয়ামে। তবে প্রথম টেস্ট দর্শকশূন্য মাঠেই খেলা হবে। তারপরই মাঠে ফিরতে চলেছে দর্শক। ১৩ ফেব্রুয়ারি থেকে চেন্নাইয়েই হবে দ্বিতীয় টেস্ট। এবং সেই ম্যাচে দর্শকাসনের অর্ধেক ভর্তি করার ছাড়পত্র দেওয়া হয়েছে তামিলনাড়ু ক্রিকেট সংস্থাকে।
সোমবার তামিলনাড়ু ক্রিকেট সংস্থার সচিব আর এস রামস্বামী জানিয়েছেন, তাঁদের হাতে ছাড়পত্র এসে পৌঁছবে শীঘ্রই। রামস্বামী বলেছেন, 'ভারতীয় বোর্ডের সঙ্গে কথা হয়েছে। সোমবার সন্ধ্য়ার মধ্যে মাঠের পঞ্চাশ শতাংশ টিকিট বিক্রির ছাড়পত্র আমাদের হাতে চলে আসবে।'
সিরিজের তৃতীয় ও চতুর্থ টেস্ট হবে আমদাবাদের নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে। সেই দুই ম্যাচে দর্শক ঢুকতে দেওয়া হবে বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন বোর্ডের কর্তারা। অর্থাৎ ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট বাদ দিলে বাকি সব ম্যাচই হবে অন্তত অর্ধেক ভরা গ্যালারির সামনে। আমদাবাদে তৃতীয় ও চতুর্থ টেস্টে অবশ্য দর্শকাসনের কতটা ভর্তি হবে, সব আসনের টিকিট বিক্রি করা যাবে কি না, তা নিয়ে নিশ্চিতভাবে এখনও কিছু বলা হয়নি।
প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় সরকার একশো শতাংশ টিকিট বিক্রির ছাড়পত্র দিলেও কেন চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে পঞ্চাশ শতাংশ ক্রিকেটভক্তদের ঢোকার অনুমতি দেওয়া হবে তা নিয়ে। তবে তামিলনাড়ু ক্রিকেট সংস্থার কর্তারা জানিয়েছেন, কেন্দ্র একশো শতাংশ টিকিট বিক্রির ছাড়পত্র দিলেও তামিলনাড়ুর রাজ্য প্রশাসন পঞ্চাশ শতাংশ আসন ভর্তির ছাড়পত্র দিয়েছে। তাই দ্বিতীয় টেস্টে পঞ্চাশ শতাংশ আসনের জন্য টিকিট বিক্রির কথা ভাবা হচ্ছে।
১৩ ফেব্রুয়ারি যখন টস করতে যাবেন কোহলি ও রুট, দর্শকাসন থেকে চিৎকার উঠতেই পারে, জিতেগা ভাই জিতেগা, ইন্ডিয়া জিতেগা।
IND vs ENG, Chennai Test: কোহলি-রুটদের দ্বিতীয় টেস্টে মাঠে থাকবে দর্শক, বোর্ডের ছাড়পত্র পাওয়ার পথে তামিলনাড়ু ক্রিকেট সংস্থা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Feb 2021 08:27 PM (IST)
সোমবার ১ ফেব্রুয়ারি থেকে সিনেমা হল, থিয়েটারে একশো শতাংশ টিকিট বিক্রির ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। আর সেই অনুমতির হাত ধরে এবার ভারতেও ক্রিকেট মাঠে ফিরতে চলেছে জনতা। সব কিছু ঠিকঠাক চললে চেন্নাইয়ে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচে গ্যালারিতে দেখা যাবে ক্রিকেটপ্রেমীদের।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -