ডারহাম: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে চলেছে আগামী ৪ অগাস্ট থেকে। তার আগে সিরিজের প্রস্তুতিতে নেমে পড়েছে ভারতীয় ক্রিকেট দল। বিরাট, রোহিত, রাহানে, পূজারাদের নেটে ব্যাটিং করতে দেখা গিয়েছে। এবার ফিল্ডিংয়ের মহড়া সারল ভারতীয় দল। দুটো দলে ভাগ হয়ে একটা মজাদার প্রতিযোগিতাও খেললেন ক্রিকেটাররা। একদলকে নেতৃত্ব দিলেন বিরাট, আরেক দলকে নেতৃত্ব দিলেন রবিচন্দ্রন অশ্বিন। প্রতিযোগিতায় বিরাটের দল হারিয়ে দিল অশ্বিনের দলকে। বিসিসিআইয়ের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ২ দলে ভাগ হয়ে ফিল্ডিংয়ের মহড়া সারলেন ভারতীয় ক্রিকেটাররা। পরে ফিল্ডিং কোচ আর শ্রীধর পুরো বিষয়টা সম্পর্কে জানালেনও।



টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারের পর থেকে বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন ভারতীয় ক্রিকেটাররা। টেস্ট সিরিজে রুটদের বিরুদ্ধে নামার আগে এমিরেটস রিভার্সসাইডে কাউন্টি সিলেক্ট একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচও খেলবে সফরকারী দল। কিন্তু নিজেরা প্রস্তুতি পর্ব পুরোপুরি শুরু করে দিল টিম ইন্ডিয়া। এদিন যেমন অনুশীলনে ফোকাস দেওয়া হয়েছিল ফিল্ডিংয়ে। ফিল্ডিংয়ের বিভিন্ন কলা সম্পর্কে আর শ্রীধর অনেকক্ষণ ক্লাস নিলেন। 


ফিল্ডিংয়ের মহড়ায় এদিন ক্যাচিং, ডিরেক্ট থ্রোয়িং, বোলিং এন্ড থেকে থ্রোয়িং সব কিছুই অনুশীলন করা হল। এরপর আন্ডার আর্ম থ্রোয়িংও অনুশীলন করেন ক্রিকেটাররা। শ্রীধর বলেন, 'আমরা দুটো দলে ভাগ করে নিয়েছিলাম। এক দলে ছিল বিরাট, রোহিত ও অন্যান্যরা। অন্য দলে ছিল অশ্বিন ও পূজারা সহ বাকিরা। প্রতিযোগিতায় বিরাটের দল ১০-৮ ব্যবধানে হারিয়ে দেয় অশ্বিনের দলকে।' অন্যদিকে করোনা আক্রান্ত হওয়া ঋষভ পন্থ তাঁর আইসোলেশন পিরিয়ড শেষ করলেও এখনই দলের সঙ্গে যোগ দিতে পারবেন না।দুটো আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট হাতে পেলেই দলে দলের সঙ্গে যোগ দিতে পারবেন দিল্লির তরুণ উইকেটকিপার।