ভিডিও শেয়ার করে কোহলি লিখেছেন, পঞ্জাবি গান ও জিমের সরঞ্জাম-এই দুটি জিনিস কোয়ারেন্টিন পর্বে অত্যন্ত প্রয়োজনীয়।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রথম ম্যাচ খেলে দেশে ফিরে এসেছিলেন কোহলি। প্রথম ম্যাচে হারলেও তারপর একটি টেস্ট ড্র করে এবং দুটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতেছে ভারত। কোহলি পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরেছিলেন। তখন তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা সন্তানসম্ভবা ছিলেন। কোহলির অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের বাকি টেস্টগুলিতে নেতৃত্ব দিয়েছিলেন আজিঙ্কা রাহানে। কিছুদিন আগেই কোহলি-অনুষ্কার প্রথম সন্তানের জন্ম হয়েছে। এরপর কোহলি ফিরে এসেছেন জাতীয় দলে অধিনায়কের ভূমিকায়।
আগামী ৫ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরু হচ্ছে। তার আগে ভারতীয় দলের সমস্ত খেলোয়াড়রা বাধ্যতামূলক কোয়ারেন্টিনের জন্য চেন্নাই পৌঁছে গিয়েছেন। আজিঙ্কা রাহানেকে তাঁর মেয়ের সঙ্গে নাচতে দেখা গিয়েছিল একটি ভিডিওতে। ওই ভিডিও শেয়ার করেছিলেন তাঁর স্ত্রী রাধিকা। অন্যদিকে, চেন্নাইয়ের হোটেলে স্ত্রী রিতিকার সঙ্গে খোলামনে সময় কাটাতে দেখা গিয়েছিল রোহিত শর্মাকে।
শ্রীলঙ্কা টেস্ট সিরিজে ২-০ হারিয়ে পৌঁছে গিয়েছে ইংল্যান্ড দলও। আসন্ন সিরিজের লড়াইয়ের জন্য দুই দলই আত্মবিশ্বাসী। ভারত ও ইংল্যান্ডের মধ্যে চারটি টেস্ট, পাঁচ টি ২০ ও তিনটি একদিনের ম্যাচ খেলা হবে।