পুনে: ভারত ও ইংল্যান্ডের মধ্যে চলতি একদিনের সিরিজের জমজমাট লড়াই। আজ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ। যে দলই জিতবে, সেই দলই সিরিজ পকেটে ভরবে। আপাতত সিরিজের ফলাফল ১-১। কাজেই এদিনের ম্যাচ উভয় দলের কাছেই কার্যত মরণ-বাঁচনের লড়াই।


 


পরিসংখ্যানের দিকে নজর রাখলে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাল্লা ভারি ভারতেরই। গত ৩৬ বছরে ভারত ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে কোনও একদিনের সিরিজে হারেনি। কাজেই ৩৬ বছরের এই আধিপত্য বজায় রাখতে বদ্ধপরিকর থাকবে টিম কোহলি।


ভারতের মাটিতে ইংল্যান্ড শেষবার একদিনের সিরিজ জিতেছিল ১৯৮৪-৮৫ তে। যদিো ১৯৯২-৯৩ ও ২০০১-০২ এ দুই দলের সিরিজ ড্র হয়েছিল। এরপর ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সব কটি একদিনের সিরিজেই জিতেছে।


চলতি সিরিজের শেষ তথা তৃতীয় একদিনের ম্যাচে ভারতীয় দলে কয়েকটি পরিবর্তন হতে পারে। প্রথম একদিনের ম্যাচে ভারতীয় বোলাররা দুরন্ত বোলিং করেছিলেন। কিন্তু দ্বিতীয় ম্যাচে ভারতীয় বোলারদের ততটা কার্যকরী হয়ে উঠতে দেখা যায়নি। বিশেষ করে কুলদীপ যাদব ও ক্রুণাল পান্ড্য-এই দুই স্পিনার বেশ মার খেয়েছিলেন। দ্বিতীয় একদিনের ম্যাচে এই দুই স্পিনার ১৬ ওভার বল করেছিলেন। এই ১৬ ওভারে তাঁরা ১৫৬ রান দিয়েছিলেন। তৃতীয় একদিনের ম্যাচে এই দুই স্পিনারের বদলে ওয়াশিংটন সুন্দর ও যুজবেন্দ্র চাহলকে সুযোগ দিতে পারেন অধিনায়ক বিরাট কোহলি।


 


তৃতীয় একদিনের ম্যাচেও ইংল্যান্ডের নেতৃত্ব দেবেন জস বাটলার। কারণ, দ্বিতীয় ম্যাচের মতো এই ম্যাচেও খেলতে পারবেন না ইংল্যান্ডের অধিনায়ক ইওন মর্গ্যান। তবে এদিনের ম্যাচ খেলার জন্য ফিট স্যাম বিলিংস। তবে উইনিং কম্বিনেশনে হয়ত কোনও বদল ঘটাতে চাইবে না ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট।



ভারতীয় দল-বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), শিখর ধবন, শুভমন গিল, সূর্য কুমার যাদব, হার্দিক পান্ড্য, ঋষভ পন্থ, কেএল রাহুল, যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদব,ক্রুণাল পান্ড্য, ওয়াশিংটন সুন্দর, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, শার্দুল ঠাকুর


 


ইংল্যান্ড দল-জস বাটলার (অধিনায়ক), মইন আলি, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, স্যাম কুরান, টম কুরান, লিয়াম লিভিংস্টোন, ম্যাট পারকিনসন, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, রিস টোপলে, মার্ক উড