আমদাবাদ: বল বনবন ঘুরবে? নাকি পিচে বাউন্স থাকবে, বল পড়ে ভালভাবে ব্যাটে আসবে?
মোতেরায় (অধুনা নরেন্দ্র মোদি স্টেডিয়াম) চতুর্থ টেস্টে পিচ ঘিরে ফের চর্চা। তৃতীয় টেস্ট গোলাপি বলে নৈশালোকে খেলা হয়েছিল। এবং মাত্র দুদিনে ম্যাচ শেষ হয়ে গিয়েছিল। ভারত জিতেছিল ১০ উইকেটে। এবং দাপট দেখিয়েছিলেন ভারতীয় স্পিনাররা। ম্যাচের পর পিচ নিয়ে দানা বেঁধেছিল বিতর্ক। একদল অভিযোগ করেছিলেন, পিচ আদর্শ ক্রিকেটের উপযুক্ত নয়। আবার ভারতীয় শিবির থেকে বলা হয়েছিল, পিচের জন্য নয়, বোলারদের দক্ষতায় ম্যাচ জিতেছেন বিরাট কোহলিরা। পাশাপাশি বলা হয়েছিল, দেশের মাটিতে পিচের সুবিধা নেওয়ার মধ্যে অন্যায় কিছু নেই। সব দলই কমবেশি তা নিয়ে থাকে।
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের চতুর্থ তথা শেষ টেস্টও হবে আমদাবাদে। বিতর্কের মাঝে কি চতুর্থ টেস্টের উইকেটের চরিত্র বদলে যেতে চলেছে? ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রের খবর, বিতর্কের জন্য না হলেও, চতুর্থ টেস্টের পিচ তৃতীয় টেস্টের চেয়ে বেশ কিছুটা আলাদা হতে পারে। সংবাদসংস্থা পিটিআই-কে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, চতুর্থ টেস্টের পিচে বল পড়ে ভালভাবে ব্যাটে আসবে। পিচে বাউন্স থাকবে। এবং বড় রানের খেলা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের ওই কর্তা বলেছেন, ‘পিচে বাউন্স থাকবে। শক্ত হবে মাটি। বল পড়ে ভালভাবে ব্যাটে আসবে। বড় রান উঠতে পারে। ব্যাটসম্যানদের স্বর্গ হয়ে উঠতে পারে এই পিচ। লাল বলে খেলা হবে। তাই বড় রানের ম্যাচ হতে পারে।’ তিনি যোগ করেন, ‘একটা ম্যাচ দেখেই একটা মাঠের উইকেট নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। চতুর্থ টেস্ট হতে দিন। তারপর না হয় দেখা যাবে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ পিচ নিয়ে কী পর্যবেক্ষণ দেন। আর ইংল্যান্ড দল তো প্রথম টেস্টের পিচ নিয়ে সরকারিভাবে কোনও অভিযোগ করেনি।’