মুম্বই: #ইংল্যান্ড ৭০.৫ ওভারে ৪ উইকেটে ২৩১ রান। অভিষেকেই সেঞ্চুরি জেনিংসের। ২১৯ বলে ১১২ রান করে অশ্বিনের বলে আউট হলেন তিনি।ওয়াংখেড়েতে এই প্রথম অভিষেকেই কোনও ব্যাটসম্যান সেঞ্চুরি করলেন। এর আগে এই মাঠে অভিষেকে সর্বোচ্চ রান করেন ওয়েইস শাহ। ২০০৬-এ তিনি করেন ৮৬ রান।
জেনিংসের আগে মইন আলিকেও তুলে নেন অশ্বিন। মইন করেছেন ৫০ রান। ২৩০ রানেই ইংল্যান্ডের তৃতীয় ও চতুর্থ উইকেটের পতন ঘটে। #লাঞ্চের পর জো রুটকে আউট করেন অশ্বিন। ২১ রান করে আউট হন রুট।১৩৬ রানে ইংল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন হয়। ওয়াংখেড়েতে চলতি সিরিজের চতুর্থ টেস্টে টসে জিতে ব্যাটিং নিল ইংল্যান্ড। শুরুটা ভালো হয়েছে সফরকারী দলের।অ্যালিস্টার কুক ও কিটোন জেনিংস ওপেনিং জুটি  শুরুটা ভালো করে।২৫.৩ ওভারে প্রথম সাফল্য পায় ভারত। ইংরেজ শিবিরে আঘাত হানেন রবীন্দ্র জাদেজা। তাঁর বলে ৪৬ রান করে প্যাভিলয়ের পথ ধরেন কুক। ইংল্যান্ডের রান তখন ৯৯। অন্যদিকে, অভিষেক টেস্টেই ইতিমধ্যেই হাফসেঞ্চুরি পূর্ণ করে নিয়েছেন জেনিংস। ৩০ ওভারে ইংল্যান্ডের রান ১ উইকেটে ১১৪। জেনিংস ৬৪ রানে অপরাজিত। বিশাখাপত্তনম ও মোহালিতে টেস্টে জিতে ভারত ইতিমধ্যেই ২-০ তে এগিয়ে। ওয়াংখেড়েতে জিতে সিরিজে প্রত্যাবর্তন ঘটানোর লক্ষ্যে নেমেছে ইংল্যান্ড। ভারতের দলে দুটি পরিবর্তন হয়েছে। চোটের কারণে নেই আজিঙ্কা রাহানে। তাঁর পরিবর্তে দলে এসেছেন কে এল রাহুল। মহম্মদ শামির জায়গায় নেওয়া হয়েছে ভূবনেশ্বর কুমারকে। ইংল্যান্ড দলেও দুটি বদল হয়েছে। আফ্রিকান বংশোদ্ভূত কিটোন জেনিংসের টেস্ট অভিষেক হয়েছে। হাসিব হামিদের জায়গায় তাঁকে দলে নেওয়া হয়েছে। জেক বল স্টুয়ার্ড ব্রডের জায়গায় দলে এসেছেন। গত ২৭ বছরে এই প্রথম সচিনকে ছাড়া ওয়াংখেড়ে তে কোনও টেস্ট খেলতে নেমেছে ভারত।