রাঁচি: জো রুটের (Joe Root) দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে প্রথম দিনের শেষে ইংল্যান্ডের (Englansd) প্রথম ইনিংসে স্কোর থামল ৩৫৩ রানে। রাঁচিতে (Ranchi) ভারতের (India) বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ক্রিজ আঁকড়ে প্রথম দিনেই শতকের গণ্ডি পেরোন জো রুট। দিনের শেষে তাঁদের স্কোর ছিল ৩০২ রানে ৭ উইকেট।
দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিলেন দুই অপরাজিত ব্যাটার জো রুট ও বেন ফোকস। ৯১ ওভার শেষে প্রথম ইনিংসে ইংল্যান্ডের স্কোরকার্ড ছিল ৭ উইকেটে ৩০৬ রান। এরপর ৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ওলি রবিনসন। এটি তাঁর টেস্ট কেরিয়ারের প্রথম অর্ধশতরান। তবে জাদেজার স্পিনে ৯৬ বলে ৫৮ রান করে আউট হন ওলি রবিনসন। এরপর বশিরকেও ফেরান তিনি। ২ বল খেলে রজত পাতিদারের হাতে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফেরেন বশির। মাঠে নামলেও ৪ বল খেলে জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন অ্যান্ডারসন। ৩৫৩ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস।
প্রথম ইনিংস- এক ঝলকে
ভারতের বোলিং লাইন-আপে চমক দেখিয়েছেন আকাশদীপ। শুরুতেই ইংল্যান্ডের টপ অর্ডারকে গুঁড়িয়ে ভারতের জাতীয় দলে নিজের স্মরণীয় অভিষেক করেন তিনি। এরপর রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন একটি করে উইকেট নেওয়ায় স্পিন জুটি যা ভারতের আধিপত্য আরও জোরদার করে। একসময় ১১২/৫ রানে থাকা ইংল্যান্ড দলকে কিছুটা ধরাশায়ীই মনে হয়।
তবে তবে রুট এবং ফোকস দ্বিতীয় সেশনে পরে একটি ধীর-স্থির পার্টনারশিপ দিয়ে ইংল্যান্ডের ইনিংস ভাল লক্ষ্যমাত্রায় দাঁড় করায়। তাদের পার্টনারশিপ ১০০ রান ছাড়িয়ে যায় এবং চা বিরতির পর সিরাজের অগ্নিগর্ভ স্পেলে ফোকস ও হার্টলিকে আউট করে ভারতের দিকে মোমেন্টাম ফিরিয়ে আনেন।
প্রথম দিনের শেষ সেশনে মহম্মদ সিরাজ বেন ফোকসকে ৪৭ রানে আউট করে ষষ্ঠ উইকেটে ১১৩ রানের দুরন্ত জুটি ভাঙেন।এরপর হার্টলি দ্রুত ফিরে গেলেও ওলি রবিনসন রুটের সঙ্গে দাঁড়িয়ে থেকে ইংল্যান্ডের স্কোর ৩০০ পার করে দেন। একই সঙ্গে অনেক খারাপ ফর্মের পর অবশেষে ৩১তম টেস্ট সেঞ্চুরি করেন রুট।
ভারতের একাদশ- যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, রজত পাটিদার, সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ।
ইংল্যান্ডের একাদশ- জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোক্স (উইকেটরক্ষক), টম হার্টলি, শোয়েব বশির, অলি রবিনসন, জেমস অ্যান্ডারসন।