ধর্মশালা: সিরিজের প্রথম তিন টেস্টে খেলেছিলেন তিনি। বল হাতে ইংরেজ শিবিরের ত্রাস হয়ে উঠেছিলেন। তাঁকে খেলতে গিয়ে বারবার সমস্যায় পড়েছেন ইংরেজ ব্যাটাররা (India vs England Test Series)। ৩ টেস্টে ১৭ উইকেট ঝুলিতে পুরে নিয়েছিলেন। তবে রাঁচিতে চতুর্থ টেস্টে খেলানো হয়নি তাঁকে। বিশ্রাম দেওয়া হয়েছিল। টানা ক্রিকেট খেলার ক্লান্তি থেকে রক্ষা করতে যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) সপ্তাহ খানেকের ছুটি দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।


তবে ধর্মশালায় সিরিজের শেষ টেস্টে ফিরতে চলেছেন বুম বুম বুমরা। ৭ মার্চ থেকে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্ট ম্যাচ। সব কিছু ঠিকঠাক চললে সেই ম্যাচে বুমরাকে দেখা যাবে ভারতের প্রথম একাদশে। যদিও ধর্মশালা টেস্টেও কয়েকজনকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকেরা। 


এক ম্যাচ বাকি থাকতেই টেস্ট সিরিজ জয় নিশ্চিত হয়ে গিয়েছে ভারতের। রাঁচিতে ইংল্যান্ডকে রুদ্ধশ্বাস ম্যাচে ৫ উইকেটে হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজে এগিয়ে গিয়েছে ভারত। ধর্মশালায় বুমরাকে ফেরানো হতে পারে বলে খবর।


 







মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি রাঁচি থেকে ভারতীয় ক্রিকেটারেরা যে যাঁর বাড়িতে ফিরে গিয়েছেন। লম্বা সিরিজের মাঝে ক্রিকেটারদের দিন দুয়েকের ছুটি দেওয়া হয়েছে। যাতে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়ে প্রত্যেকে তরতাজা হয়ে মাঠে নামতে পারেন। ভারতীয় শিবির সূত্রে খবর, ২ মার্চ ফের সমস্ত ক্রিকেটারদের চণ্ডীগড়ে পৌঁছতে বলা হয়েছে। সেখান থেকেই ৩ মার্চ ধর্মশালায় উড়ে যাবে ভারতীয় দল। একই বিমানে ইংল্যান্ডের ক্রিকেটারোও ধর্মশালায় পৌঁছবেন। সেই কারণে চার্টার্ড বিমানের বন্দোবস্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২ মার্চ চণ্ডীগড়ে পৌঁছে যাওয়ার কথা বুমরারও। 


রাঁচিতে ভারতের জয়ের পর সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন বুমরা। এক্স হ্যান্ডলে লিখেছিলেন, 'দুর্দান্ত ক্রিকেট। অসাধারণ জয়। গোটা দলকে এবং সাপোর্ট স্টাফেদের অভিনন্দন।'                             




আরও পড়ুন: ভোগাচ্ছে পুরনো চোট, চিকিৎসা করাতে লন্ডনে রাহুল? কবে ফিরবেন মাঠে?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে