কলকাতা: ভারত বনাম ইংল্যান্ডের (Ind vs Eng) পঞ্চম টেস্টের (5th Test) তৃতীয় দিনে ইংরেজদের বিরুদ্ধে ২৫৯ রানের লক্ষ্যমাত্রা রাখল ভারত। ধর্মশালায় কনকনে ঠান্ডায় সিরিজ়ের শেষ টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। যদিও ২১৮ রানেই শেষ হয় ইংল্যান্ডের ইনিংস।
দ্বিতীয় দিনে অবশ্য প্রথম থেকেই লরাই জারি রেখেছিল ভারত। ফুল ফর্মে ছিলেন যশস্বী জয়সওয়াল। হাফ সেঞ্চুরি করে ৫৭ রানে আউট হন তিনি। তবে দ্বিতীয় দিনে ফর্মে ছিলেন রোহিত শর্মা, শুভমন গিল। ভারতের ক্যাপ্টেন করেন ১০৩ রান, অন্যদিকে, ১১০ রান করে প্যাভেলিয়নে ফেরেন শুভমন গিল।
চলতি টেস্ট সিরিজ়ে পঞ্চম ভারতীয় খেলোয়াড় হিসাবে টেস্ট অভিষেক হয় দেবদত্ত পাড়িক্কালের। ভারতীয় দলে আহত পাতিদারের বদলে সুযোগ পেলেন পাড়িক্কাল। তিনিও টেস্টের অভিষেক ম্যাচে ৬৫ রান করেন। পাশাপাশি সরফরাজ খান করেন ৫৬ রান। এরপর লড়াই জারি রেখেছিলেন কুলদীপ যাদব এবং যশপ্রীত বুমরা। তবে এদি ৩০ রান করে অ্যান্ডারসনের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কুলদীপ। এরপরই বশিরের বলে ২০ রান করে বুমরা আউট হতেই শেষ হতেই ৪৭৭ রানে ভারতের প্রথম ইনিংস। ইংল্যান্ডের সামনে ২৫৯ রানের লক্ষ্যমাত্রা রাখে টিম ব্লু।
কী রেকর্ড জেমস অ্যান্ডারসনের?
ভারতের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অ্যান্ডারসন এখনও পর্যন্ত ১৪৭টি উইকেট নিয়েছিলেন। বয়স ৪১ পার করলেও, তিনি এখনও ধারাবাহিকভাবে পারফর্ম করে নিজের দক্ষতা কিন্তু প্রতিনিয়তই প্রমাণ করে চলেছেন। ধর্মশালায় নয়া কৃতিত্বও গড়লেন তিনি। পর পর দুই উইকেট নিয়ে ৭০০ উইকেটের গণ্ডি ছুঁলেন এই পেসার। নিজের দুই দশকেরও অধিক লম্বা কেরিয়ারে অ্যান্ডারসনের দখলে একগুচ্ছ রেকর্ড রয়েছে। তাঁর কেরিয়ারের দৈর্ঘ্য ঈর্ষণীয়ও বটে। ধর্মশালায় মাঠে নেমে ইংল্যান্ড তারকা নিজের ৪০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলছেন। এখনও পর্যন্ত ১৮৬টি টেস্ট, ১৯৪টি ওয়ান ডে এবং ১৯টি বিশ ওভারের ম্যাচ খেলেছেন।
প্রথম পেসার হিসেবে ৭০০ উইকেট নিলেও টেস্টে সবথেকে বেশি উইকেট নেওয়ার ক্ষেত্রে তিনি তৃতীয় স্থানে। শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরন (৮০০ উইকেট) এবং শেন ওয়ার্ন (৭০৮ উইকেট) রয়েছেন তাঁর আগে।
অন্যদিকে, এই টেস্টেই দুই দলের দুই তারকা ক্রিকেটার আর অশ্বিন ও জনি বেয়ারস্টো মাইলফলক স্পর্শ করতে চলেছেন। দুই তারকা ক্রিকেটারই এইচপিসিএ স্টেডিয়ামে নিজের শততম টেস্ট খেলতে নামবেন।