রাজকোট: তাঁর স্বপ্নের দিন। দীর্ঘ অপেক্ষার অবসান। ভারতীয় দলের (Indian Cricket Team) দরজা বারবার তাঁর মুখের ওপর বন্ধ হয়ে গিয়েছে। ঝুড়ি ঝুড়ি রান করেও উপেক্ষিত হতে হয়েছে। অবশেষে বৃহস্পতিবার স্বপ্নপূরণের মুহূর্ত। ভারতীয় দলের হয়ে টেস্টে অভিষেক হল সরফরাজ খানের (Sarfaraz Khan)। আর অভিষেকের মঞ্চেই জ্বলে উঠলেন ব্যাট হাতে। মাত্র ৪৮ বলে হাফসেঞ্চুরি। আগ্রাসী ব্যাটিং করে ইংরেজ বোলারদের আতঙ্কিত করে তুলেছিলেন।
কিন্তু শেষটা ভাল হল না। যখন মনে হচ্ছিল যে, সেঞ্চুরির পথে এগোচ্ছেন সরফরাজ, তখনই ছন্দপতন। তাও নিজের ভুলে নয়। রবীন্দ্র জাডেজার ভুল ডাকে দৌড়ে রান নিতে গিয়ে রান আউট হলেন। ৬৬ বলে ৬২ রানে থেমে গেল সরফরাজের ইনিংস। যা দেখে মেজাজ হারালেন রোহিত শর্মা। উত্তেজনায় মাথার টুপি আছড়ে ফেললেন মাটিতে। ভারত অধিনায়ক বুঝেছিলেন, কীভাবে ইংল্যান্ডকে প্রথম দিনই কোণঠাসা করে ফেলার সুযোগ হাতছাড়া হল।
রান আউটের পর থেকে সোশ্যাল মিডিয়ায় জাডেজাকে নিয়ে সমালোচনার ঝড়। সেঞ্চুরি করেও যে ঝড় থামাতে পারেননি জাড্ডু। তবে সরফরাজ সতীর্থের পাশেই দাঁড়াচ্ছেন। প্রথম দিনের খেলার শেষে সরফরাজ বলেছেন, 'মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি হয়। এটা খেলার অঙ্গ। মাঝে মধ্যে রান আউট হয়। এরকম ঘটনা ক্রিকেট মাঠে ঘটে।'
উল্টে জাডেজার প্রশংসা শোনা গিয়েছে সরফরাজের মুখে। বলেছেন, 'লাঞ্চের সময় ওর সঙ্গে কথা বলেছিলাম। আমি সেই ধরনের ক্রিকেটার যে ব্যাট করার সময় কী হচ্ছে না হচ্ছে তা নিয়ে কথা বলতে ভালবাসি। আমি জাডেজাকে বলেছিলাম ব্যাট করার সময় কথা বলতে। ও আমাকে ভীষণ সাহায্য করেছে আর লাঞ্চের সময় প্রচুর কথাও হয়েছে। ও আমাকে বলেছে অভিষেক ম্যাচে কীরকম অনুভূতি হয় আর ওর নিজের অভিষেকের সময় কী হয়েছিল। আমি একটু স্নায়ুর চাপে ভুগছিলাম। বিশেষ করে প্রথম স্যুইপ শটটা খেলতে গিয়ে যখন মিস করি তখন। জাডেজা আমাকে বলে সময় নিতে এবং তারপরই ব্যাপারটা সহজ হয়ে যাবে। সেটা কাজে লাগানোর চেষ্টা করেছিলাম।'
রান আউট নিয়ে কী কথা হল জাডেজার সঙ্গে? সরফরাজ বলেছেন, 'আমাকে জাডেজা বলল ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি বলি, ঠিক আছে।'
আরও পড়ুন: অভিষেক দেখে কান্না বাবা ও স্ত্রীর, দৌড়ে গিয়ে হাতে টেস্ট ক্যাপ তুলে দিলেন সরফরাজ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।