লর্ডস: ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে শেষবার শতরান হাঁকিয়েছিলেন। বিরাট কোহলি তাঁর কেরিয়ারে এর আগে এতটা সময় শতরান পাননি, এমনটা কোনওদিন হয়েছে কিনা তা মনে পড়বে না। কিন্তু এমন পারফরম্যান্স কেন হচ্ছে ভারত অধিনায়কের? এবার ভারত অধিনায়কের ফুটওয়ার্ক নিয়ে প্রশ্ন তুললেন সুনীল গাওস্কর। 


লর্ডস টেস্টে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২০ রান করেই প্য়াভিলিয়নে ফেরেন বিরাট। আউট হওয়ার থেকে বড় কথা হল, যেভাবে বিরাট আউট হয়েছেন, তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় ভারত অধিনায়কে সমালোচিত করা হয়। স্যাম কুরানের বলে অফস্ট্যাম্পের বাইরে খোঁচা মেরে আউট হন বিরাট। বিরাটের এমন শট খেলতে দেখেই সমালোচনায় সুনীল গাওস্কর।


রবিবার লর্ডসে বিরাট দ্বিতীয় ইনিংসে আউট হওয়ার পর এক সাক্ষাৎকারে সানি বলেন, 'বিরাট টেস্টে ৮ হাজার রান পূরণ করেছে। এই ধরনের শট ওর ক্ষেত্রে কার্যকরী হয়েছে এর আগেও। কিন্তু বারবার যেভাবে আউট হচ্ছে ও, তা নিয়ে বলতেই হয়। অফস্ট্যাম্পের অনেক বাইরে থেকে খেলছে বিরাট। এই ইনিংসে অনেক আগেই ব্যাট চালিয়ে দিয়েছে। সেই সময় পা কোথাও ছিল, ব্যাট কোথাও ছিল। এরমানেই বোঝা যাচ্ছে যে ভাল খেলতে পারেনি শটটা।' ইংল্য়ান্ডের মাটিতে এই একইভাবে বাইরের বলে খোঁচা দিয়ে আউট এর আগেও হয়েছেন বিরাট। রবিবারের আউট বুঝিয়ে দিল যে পুরনো ভুল থেকে কোনও শিক্ষা এখনও নেননি তিনি। 


এদিকে লর্ডস টেস্ট রুদ্ধশ্বাস পরিসমাপ্তির দিকে এগোচ্ছে। ইংল্যান্ড বোলারদের দাপটের মধ্যেও দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন ব্যাট হাতে লড়াই করেন অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারা। চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ১৮১/৬। ইংল্যান্ডের চেয়ে ১৫৪ রানে এগিয়ে ভারত। সোমবার ম্যাচের শেষ দিন। ভারত দুশো রানের লিড নিতে পারলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মঞ্চ প্রস্তুত।


রবিবার ১৪৬ বলে ৬১ রান করলেন রাহানে। ২০১৪ সালে লর্ডসে সেঞ্চুরি করে ভারতকে ম্যাচ জিতিয়েছিলেন রাহানে। রবিবারও তিনি দেখিয়ে দিলেন, কেন তাঁকে বিদেশের মাটিতে দলের অন্যতম সেরা ব্যাটসম্য়ান মনে করা হয়। অন্যদিকে পূজারা দুরন্ত লড়াই করলেন। চাপের মুখে ২০৬ বলে ৪৫ রান করে ফিরলেন তিনি। তবে রান পাননি প্রথম ইনিংসের দুই নায়ক কে এল রাহুল (৫) ও রোহিত শর্মা (২১)। বিরাট কোহলিও (২০) ফের ক্রিজে সেট হয়ে গিয়েও বড় রান করতে ব্যর্থ। ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ (১৪ ব্যাটিং) ও ইশান্ত শর্মা (৪ ব্যাটিং)। ইংল্যান্ডের বোলারদের মধ্যে মার্ক উড ৩টি ও মঈন আলি ২টি উইকেট নিয়েছেন।