বার্মিংহ্যাম : একটা লড়াকু ইনিংস। আর তার হাত ধরে একের পর এক রেকর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি পঞ্চম টেস্টে ঝোড়ো সেঞ্চুরির জেরে ধোনির (M S Dhoni) রেকর্ড ভেঙে দিলেন পন্থ (Rishabh Pant) । মাহির ১৭ বছরের রেকর্ড হাতছাড়া।


ধোনির কোন রেকর্ড ভাঙলেন পন্থ ?


সালটা ছিল ২০০৫। ফয়জলাবাদে পাকিস্তানের বিরুদ্ধে ৯৩ বলে সেঞ্চুরি করেছিলেন মাহি। যা কোনও ভারতীয় উইকেটকিপারের করা দ্রুততম টেস্ট সেঞ্চুরি ছিল এতদিন। কিন্তু, এজবাস্টনের ইংল্যান্ডের বিরুদ্ধে ৮৯ বলে শতরান করে ১৭ বছরের সেই রেকর্ড ভেঙে দিলেন পন্থ। এই ইনিংসে ১১১ বলে ১৪৬ রানের ইনিংস খেলেন তিনি। ১৯টি চার ও ৪টি ছয় দিয়ে সাজানো ইনিংস। 


আরও পড়ুন ; দুহাত তুলে হুঙ্কার, পন্থের সেঞ্চুরির পর দ্রাবিড়ের সেলিব্রেশনের ভিডিও ভাইরাল


এর পাশাপাশি এজবাস্টনে টেস্টে সবথেকে দ্রুততম শতরানও এটি। কেভিন পিটারসেনের রেকর্ডও ভেঙে দিয়েছেন পন্থ। এটি ইংল্যান্ডে টেস্টে দ্বিতীয় সেঞ্চুরি পন্থের। সার্বিকভাবে তিন নম্বর। অপরটি আমদাবাদে। এই মুহূর্তে পন্থের ঝুলিতে বিদেশের মাটিতে ৪টি টেস্ট সেঞ্চুরি । 


শুধু তা-ই নয়, টেস্ট ক্রিকেটের ইতিহাসে কনিষ্ঠতম উইকেটকিপার-ব্যাটার হিসাবে ২০০০ রানের গণ্ডি স্পর্শ করেছেন ভারতীয় এই ক্রিকেটার। এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম ও শেষ টেস্ট ম্যাচ চলাকালীন এই ল্যান্ডমার্ক স্পর্শ করেন ঋষভ। ইনিংসের ৫১ তম ওভারে মিড উইকেট বরাবর চার মেরে ২ হাজার রানে পৌঁছে যান তিনি।


শুক্রবার তিনি যখন ব্যাট করতে নামেন, ৭১ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে ভারত। একে রোহিত শর্মা, কে এল রাহুলরা নেই। তার ওপর ফিরে গিয়েছেন বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা। বল হাতে আগুন ঝরাচ্ছেন জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ম্যাথু পটসরা। ক্রিজে গিয়ে পাল্টা মারের কৌশল নেন পন্থ। আগ্রাসী ব্যাটিং যাঁর স্বভাবজাত। শেষ পর্যন্ত ১১১ বলে ১৪৬ রান করে জো রুটের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন।