বার্মিংহ্যাম: স্টুয়ার্ট ব্রডের (Stuart Broad) বলে শর্ট আর্ম পুল করেই রান নিতে দৌড়লেন তিনি। ডিপ ফাইন লেগ থেকে বল ফেরত আসার আগেই দুরানের জন্য মরিয়া ডাইভ। সঠিক সময়ে ক্রিজে পৌঁছে গেলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। সেই সঙ্গে পূর্ণ হয়ে গেল তাঁর সেঞ্চুরি। মাত্র ৮৯ বলে। সেঞ্চুরি করে দলকে বিপন্মুক্ত করলেন পন্থ।


কতটা গুরুত্বপূর্ণ পন্থের শুক্রবারের ইনিংস। একটা ছবি থেকেই তা পরিষ্কার হয়ে যাবে। পন্থের সেঞ্চুরি সম্পূর্ণ হতেই ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) দেখা গেল এজবাস্টনের ড্রেসিংরুমের ব্যালকনিতে দুহাত তুলে হুঙ্কার দিতে। দ্রাবিড়, যিনি নিজের কেরিয়ারে শত সাফল্যেও সংযত থাকতেন, কোচ হিসাবে উল্লাসে ফেটে পড়লেন। যা দেখে অনেকে হতবাক। দ্রাবিড়কে কোনওদিন এত আবেগে ফেটে পড়তে দেখা গিয়েছে কি না, সেটাও মনে করতে পারছেন না কেউ।


ভাইরাল সেই ভিডিও



শুক্রবার তিনি যখন ব্যাট করতে নামেন, ৭১ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে ভারত। একে রোহিত শর্মা, কে এল রাহুলরা নেই। তার ওপর ফিরে গিয়েছেন বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা। বল হাতে আগুন ঝরাচ্ছেন জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ম্যাথু পটসরা। ক্রিজে গিয়ে পাল্টা মারের কৌশল নেন পন্থ। আগ্রাসী ব্যাটিং যাঁর স্বভাবজাত। শেষ পর্যন্ত ১১১ বলে ১৪৬ রান করে জো রুটের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন।


পন্থের ইনিংস দেখে উচ্ছ্বসিত কিংবদন্তি সচিন তেন্ডুলকরও। সচিন ট্যুইট করেছেন, 'অসাধারণ ইনিংস পন্থ। দারুণ খেলেছো'। জাডেজার ইনিংসেরও প্রশংসা করেছেন সচিন।





আরও পড়ুন: কোহলিরা যে মাঠে টেস্ট খেলছেন, সেটাই হতে চলেছে ক্রুণালের ঘরের মাঠ, কীভাবে ?