রাঁচি: ছেলে অকায়ের ভূমিষ্ঠ হওয়ার খবর দিয়েছিলেন। তারপর থেকে সোশ্যাল মিডিয়াতেও নীরব বিরাট কোহলি (Virat Kohli)। ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে দেশের মাটিতে চলতি টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে জেমস অ্যান্ডারসন বনাম কোহলি দ্বৈরথ দেখতে না পেয়ে ক্রিকেটপ্রেমীরা যারপরনাই হতাশও হয়েছিলেন।
কোহলি নীরবতা ভাঙলেন। সোমবার রাঁচিতে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ভারতীয় দল টেস্ট সিরিজ জয় নিশ্চিত করে ফেলার পর ফের সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়ে উঠলেন কোহলি। ছেলে অকায়ের জন্মের খবর দেওয়ার পর প্রথমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন কোহলি। এবং উচ্ছ্বসিত প্রশংসা করলেন ভারতীয় দলের।
রাঁচিতে মহেন্দ্র সিংহ ধোনির পাড়ায় ভারতের রুদ্ধশ্বাস জয়ের পরই এক্স হ্যান্ডলে কোহলি লেখেন, 'ইয়েস!!! অভূতপূর্ব সিরিজ জয় আমাদের তরুণ দলের। সংকল্প, জেদ ও প্রতিকূলতার মুখে অটল থেকে এই সাফল্য।'
তিনি নিজে নেই গোটা সিরিজে। সন্তানসম্ভবনা স্ত্রী অনুষ্কার পাশে থাকবেন বলে আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ছুটি চেয়ে নিয়েছিলেন। ভারত-ইংল্যান্ড সিরিজ চলাকালীনই পুত্রসন্তানের জন্মের খবর সোশ্যাল মিডিয়ায় জানান কোহলি ও অনুষ্কা। পাশাপাশি চলতি সিরিজে নেই মহম্মদ শামিও। দলের অন্যতম সেরা পেস অস্ত্রের গোড়ালিতে চোট। বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে তিনি। আইপিএলেও সম্ভবত দেখা যাবে না বাংলার পেসারকে। প্রথম টেস্টে চোট পেয়ে গোটা সিরিজ থেকেই ছিটকে যান অভিজ্ঞ কে এল রাহুল। ফর্মের কারণে বাদ পড়েছেন চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানেরা।
ইংল্যান্ডের বিরুদ্ধে তাই নতুন ক্রিকেটারদের নিয়ে টেস্ট দ্বৈরথে নেমেছিল ভারতীয় দল। সরফরাজ খান, ধ্রুব জুরেল, আকাশ দীপদের অভিষেক হয় সিরিজে। ভরসা রাখা হয় যশস্বী জয়সওয়াল, শুভমন গিলের মতো নতুন মুখের ওপরও। তা সত্ত্বেও এক ম্যাচ বাকি থাকতেই সিরিজে ৩-১ এগিয়ে গেলেন রোহিত শর্মারা। শেষ ম্যাচের ফলাফল যাই হোক না কেন, রোহিতের হাতে ট্রফি ওঠা নিশ্চিত। যা দেখে খুশিতে ভাসছেন কিংগ কোহলিও।
আরও পড়ুন: আসেনি শতরান, তাও রাঁচিতে বিরাটের সর্বকালীন রেকর্ডে ভাগ বসালেন যশস্বী
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে