নয়াদিল্লি: একের পর এক ইনিংসে ক্রমাগত ব্যর্থ। সমালোচনায় বিদ্ধ করা হচ্ছিল ভারতের টেস্ট দলের সহ অধিনায়ক অজিঙ্ক রাহানেকে। ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যর্থ হয়েছেন। কিন্তু লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে রাহানের অর্ধশতরানের ইনিংস প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট বিশেষজ্ঞের। এবার রাহানের প্রশংসায় পঞ্চমুখ বীরেন্দ্র সহবাগ।


লর্ডসে চতুর্থ দিনে ভারতের ব্যাটিং লাইন আপে শুরুর দিকে হঠাৎই ভাঙন ধরে। পরপর উইকেট ছুঁড়ে দেন রোহিত, রাহুল, বিরাট। এরপরই ক্রিজে জমে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন রাহানে ও পূজারা। ২ জনেই ধীরে ধীরে পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেন। চতুর্থ উইকেটে ২ জনে মিলে ১০০ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। আর এই পার্টনারশিপই ভারতের প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠতে সাহায্য করে। পূজারা ৪৫ রান করে আউট হয়ে গেলেও রাহানে নিজের অর্ধশতরান পূরণ করেন। শেষ পর্যন্ত যদিও ৬১ রানের মাথায় আউট হন রাহানে।


সহবাগ রাহানের ৫টি বাউন্ডারি সহ এই ইনিংসটির ভূয়সি প্রশংসা করেছেন। তিনি বলেন, 'দারুণ একটা ইনিংস খেলল রাহানে। ওঁর ভাগ্য এদিন সদয় ছিল। ৩৯ রানের মাথায় একবার জীবনদান পেয়েছিল। কিন্তু তা কাজে লাগিয়েছে। সেঞ্চুরিটা পেলে হয়ত ওঁ আরও খুশি হত। কিন্তু আমি মনে করি এই ইনিংসেও রাহানে সন্তুষ্ট থাকবে।'


সহবাগ আরও বলেন, 'আমি অব্শ্য়ই বলতে চাই যে আমরা ওঁর সমালোচনা করি। কিন্তু আমাদের অস্ট্রেলিয়া সিরিজটা কখনওই ভোলা উচিত নয়। অ্যাডিলেডে ৩৬ রানে অল আউট হয়ে যাওয়ার পর মেলবোর্নে সেঞ্চুরি হাঁকিয়েছিল ও। সেই ম্যাচে ভারত জয় পায়। এরপর সিডনিতে ড্র করে আর ব্রিসবেনে জিতে সিরিজ জিতে নেয় ভারত। আমার মতে বিদেশের মাটিতে সেরা জয় বলব সেই সিরিজ জয়কে। রাহানের অধিনায়কত্বেই কিন্তু তা এসেছিল। আমরা এত সমালোচনা করি ওঁর। কিন্তু সেরা টেস্ট সিরিজ জয়ও ওঁর নেতৃত্বেই এসেছিল।'