বেঙ্গালুরু: তিনি জাতীয় দলের অভিজ্ঞতম ফুটবলার। ৩৮ বছর বয়সেও লাগাতার গোল করে চলেছেন। ভারতের সর্বকালের সর্বোচ্চ গোল স্কোরার। লেবাননের বিরুদ্ধে নির্ধারিত সময়ে আটকে গেলেন সেই সুনীল ছেত্রী (Sunil Chhetri)। সহজ সুযোগ নষ্ট করলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক। সাফ চ্যাম্পিয়নশিপের ভারত-লেবানন নির্ধারিত সময়ের খেলা শেষ হল গোলশূন্যভাবে। অতিরিক্ত সময়েও কোনও গোল হয়নি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে।


আর সেখানেই কাজে এল সুনীলের অভিজ্ঞতা (India vs Lebanon)। ঠান্ডা মাথায় প্রতিপক্ষ গোলকিপারকে উল্টো দিকে ফেলে গোল করলেন সুনীল। প্রথমেই ১-০ এগিয়ে যায় ভারত। অন্যদিকে, লেবাননের হয়ে প্রথম শট নিতে এসেছিলেন তাদের অধিনায়ক হাসান মাতুক। কিন্তু বাঁদিকে ঝাঁপিয়ে দুরন্ত সেভ করেন গোলকিপার গুরপ্রীত সিংহ সাঁধু। ভারতের হয়ে এরপর গোল করেন আনোয়ার আলি, মহেশ সিংহ ও উদান্তা সিংহ। লেবানন চতুর্থ শট থেকেও গোল করতে ব্যর্থ হয়। পঞ্চম শট নেওয়ার আর প্রয়োজনই পড়েনি। ৪-২ গোলে লেবাননকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল ভারত।


ফিফা ব়্যাঙ্কিংয়ে ভারত ও লেবানন প্রায় গা ঘেঁষাঘেঁষি করে রয়েছে। মাঠের পারফরম্যান্সেও হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে। কয়েকদিন আগেই ইন্টারকন্টিনেন্টাল কাপে গ্রুপ পর্বে দুই দেশের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। ফাইনালে অবশ্য লেবাননকে ২-০ গোলে হারিয়ে দেয় ভারত। সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই হল। তবে শুরু থেকেই ম্যাচে দাপট ছিল ভারতের। লেবানন প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলছিল। 


 




যদিও ভারতকে ভোগাল গোল করার ব্যর্থতা। বারবার বিপক্ষ বক্সে ঢুকেও কার্যসিদ্ধি করতে পারেনি ভারত। সুনীল নিজেও একাধিক গোলের সহজ সুযোগ নষ্ট করেন। প্রথমার্ধ শেষ হয়েছিল গোলশূন্য়ভাবে। ম্যাচের দ্বিতীয়ার্ধেও কোনও গোল হয়নি। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। লেবাননের গোলের ৬ গজের মধ্যে বল পেয়েও একবার নষ্ট করেন সুনীল। সম্ভবত ম্যাচের সহজতম সুযোগ। তাঁর শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়। অতিরিক্ত সময়ে কোনও দল কোনও গোল করতে না পারায় ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুট আউটে।


সেখানে স্নায়ুর চাপ সামলে ম্যাচ জিতে ফাইনালে ভারত। সামনে এবার কুয়েত।


আরও পড়ুন: ABP Exclusive: বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে কবে? কীভাবে-কোথায় কেনা যাবে?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial