কলকাতা: আজ সকালেই মুক্তি পেয়েছে দেব (Dev) অভিনীত, বিরসা দাশগুপ্ত (Birsa Dasgupta) পরিচালিত 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' (Byomkesh O Durgo Rahoshyo) ছবির প্রি-টিজার। আর আজই মুক্তি পেল শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একই উপন্যাস অবলম্বনে সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) ওয়েব সিরিজ 'দুর্গ রহস্য'-এর (Durgo Rawhoshyo) প্রথম টিজার পোস্টার (Teaser Poster)। স্বভাবতই সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড়, অনেকেরই মতে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হতে চলেছে। 


প্রকাশ্যে সৃজিতের ব্যোমকেশের প্রথম টিজার পোস্টার


১ জুলাই, জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'-এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নতুন সিরিজ 'দুর্গ রহস্য'-এর টিজার পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, 'ফিরছেন সত্যান্বেষী! শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের দুর্গ রহস্য: টিজার পোস্টার। সিরিজের পরিচালনায় সৃজিত মুখোপাধ্যায়। খুব শীঘ্রই আসছে হইচইয়ে।'


টিজার পোস্টার শেয়ার করে সৃজিত মুখোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়ায় ক্যাপশনে লেখেন, “বংশীধর? আমি কিন্তু সহজে দুর্গ ছাড়িব না। ধননর্জয়ধ্বম্! ধননর্জয়ধ্বম্!” পোস্টারটি হাতে আঁকা ছবির মতো। হঠাৎ দেখলে অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত 'রাজকাহিনী' বইয়ের মলাটের কথা মনে পড়তে পারে। 


 






সৃজিত মুখোপাধ্যায়ের এই সিরিজে ব্যোমকেশের ভূমিকায় দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। তবে এবার সত্যবতীর ভূমিকায় থাকবেন সোহিনী সরকার। সিরিজে অভিনয় করছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ও। তবে এই সিরিজের মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি। 


প্রসঙ্গত, আজই মুক্তি পেয়েছে দেবের ব্যোমকেশের প্রি টিজার। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে সেই টিজার। এই ছবিতে সত্যবতীর ভূমিকায় দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় এই প্রি-টিজার পোস্ট করে দেব লেখেন, 'আমাদের কোনও টার্মস অ্যান্ড কন্ডিশনস নেই, শুধু একটা আবদার আছে... যদি ভাল লাগে তাহলে অবশ্যই জানাবেন আর নিজের পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন।' সেই সঙ্গে তিনি আরও লেখেন, 'ব্যোমকেশের পুরো টিম অনেক পরিশ্রম করেছে, আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের খুব ভাল লাগবে।' জানানো হয়েছে খুব শীঘ্রই মুক্তি পাবে টিজার, তবে কোনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।


আরও পড়ুন: Air Conditioner: বর্ষাতে ভ্যাপসা গুমোট গরম কাটাতে চালাচ্ছেন এসি, মেশিনের খেয়াল রাখতে কী কী করবেন?


একই দিনে একই উপন্যাস অবলম্বনে দুই পরিচালকের, দুই প্রযোজনা সংস্থার কাজ সম্পর্কিত ঘোষণা দেখে দর্শকদের একাংশ অনুমান করছেন দুই নির্মাতার মধ্যে ঠান্ডা লড়াইয়ের। কিন্তু দিন ছয়েক আগেই পরিচালক বিরসা দাশগুপ্তের সঙ্গে একটি সেলফি পোস্ট করেন সৃজিত। ক্যাপশনে লেখেন, 'দ্য দুর্গ বয়েজ'। এখন কোন ব্যোমকেশ দর্শকের মনে ধরে বেশি, সে তো সময়েই বলবে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial