লেস্টারশায়ার: প্রস্তুতি ম্যাচে বড় রান পেলেন না বিরাট কোহলি (Virat Kohli) । ৬৯ বলে ৩৩ রান করে ফেরেন তিনি। আউট হওয়ার পর মেজাজ হারালেন । জড়ালেন তর্কাতর্কিতেও ।


লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে আউট হয়ে মেজাজ হারালেন কোহলি । আউট হওয়ার পরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন ক্রিজে । তারপরেই আম্পায়ারের সঙ্গে কথা বলতে শুরু করেন । জিজ্ঞাসা করলেন আউট হওয়ার কারণ। টিভি আম্পায়ার বা তৃতীয় আম্পায়ার না থাকার কারণে, শেষ পর্যন্ত ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়ে সাজঘরের দিকে রওনা দেন। এলবিডব্লিউ হয়ে ।


 






ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টের প্রস্তুতি হিসাবে লেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে চার দিনের অনুশীলন ম্যাচ খেলছে ভারত । বৃহস্পতিবার শুরু হয়েছে ভারতের অনুশীলন ম্যাচ । এদিনের ম্যাচে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা । তবে এদিনের শুরুটা ভালো করতে পারেনি টিম ইন্ডিয়া। প্রথমে মাত্র ৫৫ রানেই চার উইকেট হারিয়েছিল ভারত । সেখানে থেকে রবীন্দ্র জাডেজা ও কেএস ভরতকে সঙ্গে নিয়ে ইনিংসকে সামলে নিয়ে এগোচ্ছিলেন বিরাট কোহলি । ৬৯ বলে ৩৩ রান করেন তিনি।


তাল কাটে ৪০.৩ ওভারে। রোমান ওয়াকারের বলে এলবিডব্লিউ হন কোহলি। এরপরেই জোরাল আবেদন ওঠে। আম্পায়ার তাঁকে আউট দেন। আম্পায়ারের এই সিদ্ধান্ত মানতে পারেননি বিরাট। প্রস্তুতি ম্যাচে প্রথম দিনের শেষে ভারতের স্কোর ২৪৬/৮। ১১১ বলে ৭০ রান করে অপরাজিত রয়েছেন কে এস ভরত।


আরও পড়ুন: উদ্বেগমুক্তি! করোনাকে হারিয়ে ইংল্যান্ডে ভারতীয় শিবিরে যোগ দিলেন অশ্বিন