লেস্টারশায়ার: করোনা আক্রান্ত হওয়ায় তিনি ভারতীয় দলের (Team India) সঙ্গে ইংল্যান্ডে উড়ে যেতে পারেননি। যা নিয়ে সিরিজের শেষ ম্যাচের আগে কিছুটা হলেও উদ্বেগ ছিল ভারতীয় শিবিরে। লেস্টারশায়ারের বিরুদ্ধে চারদিনের প্রস্তুতি ম্যাচেও তিনি অংশ নিতে পারেননি।


তবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগেই কিছুটা স্বস্তি ফিরল ভারতীয় শিবিরে। করোনাকে হারিয়ে ইংল্যান্ডে পৌঁছে গেলেন তারকা অফস্পিনার আর অশ্বিন (R Ashwin)। প্রস্তুতি ম্য়াচে না খেললেও, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে খেলতে কোনও বাধা রইল না তামিলনাড়ুর তারকার।


২১ জুন জানা যায় যে, করোনা আক্রান্ত হয়েছেন আর অশ্বিন। যে কারণে ইংল্যান্ডে (England) উড়ে যেতে পারেননি তারকা ভারতীয় স্পিনার। ভারতীয় ক্রিকেট বোর্ডের (Bcci) তরফে এক সূত্র মারফৎ জানানো হয় যে, করোনা আক্রান্ত হওয়ার জন্য টিম ইন্ডিয়ার বাকি সদস্যদের সঙ্গে ইংল্য়ান্ডে যেতে পারেননি তামিনাড়ুর এই অভিজ্ঞ স্পিনার। কোয়ারেন্টিনে ছিলেন অশ্বিন। সবরকম প্রোটোকল মেনে করোনা মুক্ত হয়ে তবেই দলের সঙ্গে যোগ দিলেন অশ্বিন।


ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের শেষ ম্যাচের আগে লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলছে ভারত। চারদিনের প্রস্তুতি ম্যাচ শুরু হল বৃহস্পতিবার। আর সেই ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল শুরুতে ব্যাটিং করছে। বল করছেন কারা? যশপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণ! চমকের এখানেই শেষ নয়। ভারতীয় দলের প্রথম ও চতুর্থ উইকেট পতনের স্কোরকার্ড দেখলেও অবাক হতে হবে। কারণ সেখানে জ্বলজ্বল করছে শুভমন গিল (২১) কট ঋষভ পন্থ বো উইল ডেভিস। শ্রেয়স আইয়ার (০) কট পন্থ বো প্রসিদ্ধ কৃষ্ণ। অর্থাৎ, গিলের ক্যাচ উইকেটের পিছনে তালুবন্দি করেছেন পন্থ। আর শ্রেয়সকে শূন্য রানে ফিরিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ। সেই ক্যাচও নিয়েছেন পন্থ।


আসলে ভারতীয় শিবির এই প্রস্তুতি ম্যাচে দলের সব ক্রিকেটারকে দেখে নিতে মরিয়া। তাই ভারতীয় শিবিরের বিশেষ অনুরোধে লেস্টারশায়ারের প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়েছে ভারতের চার ক্রিকেটারকে। সেই কারণেই বুমরা-পন্থরা খেলছেন লেস্টারশায়ারের হয়ে।


আরও পড়ুন: জেমাইমা-যাদব যুগলবন্দিতে শ্রীলঙ্কাকে উড়িয়ে টি-২০ সিরিজে এগিয়ে গেল ভারত