পাল্লেকেলে: পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে (Asia Cup 2023) নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত (Indian Cricket Team)। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ঘিরে দর্শকদের মধ্যে প্রবল উত্তেজনা, আগ্রহ থাকলেও, সব কিছুতে জল ঢেলে দেয় বৃষ্টি। ভেস্তে যায় ভারত-পাকিস্তান ম্যাচ। এমন পরিস্থিতিতে নেপালের বিরুদ্ধে (IND vs NEP) নিজেদের গ্রুপ পর্বের দ্বিতীয় তথা শেষ ম্যাচে মাঠে নামবে টিম ইন্ডিয়া। খাতায় কলমে দুর্বল নেপালের বিরুদ্ধে জয় দিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়ে সুপার ফোরে পৌঁছনোর হাতছানি রয়েছে ভারতীয় দলের সামনে।


তবে ফের একবার এই ম্যাচে ভিলেন হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। রবিবার ক্যান্ডিতে দফায় দফায় বৃষ্টি হয়েছে। ঢেকে রাখতে হয়েছে পিচ। খবর অনুযায়ী, সোমবারও সেই ধারা অব্যাহত থাকবে। ভারত-নেপাল ম্যাচের সময় ৮০ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই গোটা ৫০ ওভারের ম্যাচ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে বৃষ্টিতে এই ম্যাচ ভেস্তে গেলেও, দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে সুপার ফোরে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া। তবে প্রথমবার এশিয়া কাপে খেলা নেপাল কিন্তু অন্তত অভিজ্ঞতার স্বার্থে ভারতের বিরুদ্ধে ম্যাচে মাঠে নামতে মুখিয়ে থাকবে। পাকিস্তানের বিরুদ্ধে এশিয়ার কাপের প্রথম ম্যাচে তাঁরা বড় ব্যবধানে পরাজিত হয়েছিল। ভারতের বিরুদ্ধেও খাতায় কলমে জয়ের সম্ভাবনা খুবই কম। তবে রোহিত শর্মা, বিরাট কোহলিদের বিরুদ্ধে নিজেদের দক্ষতা পরীক্ষা করে নেওয়ার সুযোগ পাবেন সন্দীপ লামিচানেরা। 


তবে নেপালের বিরুদ্ধে ম্যাচে খেলবেন না ভারতীয় দলের তারকা বোলার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। রবিবারই তিনি ভারতীয় শিবির ছেড়ে দেশে ফিরেছেন বলে বোর্ড সূত্রে খবর। অবশ্য চোট নয়, বুমরার মুম্বইয়ে আসার কারণটা সম্পূর্ণ ব্যক্তিগত বলেই খবর। বুমরার অনুপস্থিতিতে পাকিস্তান ম্যাচে বাইরে বসা মহম্মদ শামিকে ভারতীয় একাদশে ফেরানো হতে পারে। তাছাড়া ভারতীয় দলে তেমন বদল হওয়ার কোনও সম্ভাবনা নেই।


পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় টপ অর্ডার সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। এই ম্যাচে শুভমন গিল, রোহিত, কোহলিরা রানে ফিরতে মরিয়া হয়েই মাঠে নামবেন। ভারতীয় বোলাররা তো পাকিস্তানের বিরুদ্ধে এক ওভারও বল করতে পারেননি। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই সুপার ফোরের অভিযান শুরু করতে পারে টিম ইন্ডিয়া। তাই সেই ম্যাচের আগে ভারতীয় বোলাররা নিশ্চয়ই এই ম্যাচে ভাল পারফর্ম করতে মুখিয়ে থাকবেন। তাই ভারত-নেপাল ম্যাচে অনেকেই নজর রাখবেন।


কাদের ম্যাচ?


এশিয়া কাপে সোমবার মুখোমুখি ভারত ও নেপাল


কোথায় খেলা?


ম্যাচটি হবে শ্রীলঙ্কার পাল্লেকেলেতে


কখন শুরু ম্যাচ?


ম্যাচ শুরু ভারতীয় সময় দুপুর ৩টে


কোথায় দেখা যাবে?


ভারত বনাম নেপাল ম্যাচের সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে


মোবাইল স্ট্রিমিং


যাঁরা টিভির সামনে বসার সুযোগ পাবেন না, তাঁরাও ম্যাচের সরাসরি সম্প্রচার দেখতে পাবেন। স্মার্টফোনে ডিজনি প্লাস হটস্টার অ্যাপে দেখানো হবে ম্যাচ


আরও পড়ুন: তাঁর গোলেই এসেছে খেতাব, ডুরান্ড জয় কাকে উৎসর্গ করলেন ফাইনালের নায়ক পেত্রাতোস?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial