কলকাতা: রবিবাসরীয় বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গনে বসেছিল ১৩২তম ডুরান্ড কাপ ফাইনালের (Durand Cup 2023 Final) আসর। এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টের খেতাবি লড়াইয়ে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট (East Bengal vs Mohun Bagan Super Giant)। ৯০ মিনিটের ম্যাচের পর শেষ হাসি হাসল সবুজ মেরুনই। বাগানের হয়ে ফুল ফোটালেন দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos)।


অস্ট্রেলিয়ান ফরোয়ার্ডই ম্যাচের ৭১ মিনিটে একমাত্র গোলটি করেন। হাড্ডাহাড্ডি ম্যাচে তাঁর বাঁ পায়ের দুরন্ত শটই ম্যাচে পার্থক্য গড়ে দিল। অনিরুদ্ধ থাপা লাল কার্ড দেখায় প্রায় ৪০ মিনিট ১০ জনে খেলেও, জয় ছিনিয়ে নেয় হুয়ান ফেরান্দোর দল। বড়ো ম্যাচে জয়সূচক গোল করে সমর্থকদের নয়নের মণি হয়ে ওঠেন ম্যাচের নায়ক পেত্রাতোস। এই দুরন্ত জয় শেষে কিন্তু তিনি দলে ফুটবলারদের লড়াকু মানসিকতাকেই কুর্নিশ জানাচ্ছেন পেত্রাতোস।


পেত্রাতোস মনে করেন তাঁর দলের খেলোয়াড়রা শেষ পর্যন্ত জয়ের জন্য বদ্ধপরিকর হয়ে লড়াই করার ফলেই ম্যাচে জয়লাভ করতে পেরেছে সবুজ মেরুন। ম্যাচ শেষে অজি ফরোয়ার্ড বলেন, 'প্রথম বাঁশি থেকে শেষ বাঁশি পর্যন্ত আমরা লড়াই করেছি। এশিয়া তো বটেই, এটা বিশ্বের সবথেকে বড় ডার্বিগুলির মধ্যে একটি। দলের সকলে এই ম্যাচে জয়ের জন্য বদ্ধপরিকর ছিল। সেই কারণেই আমরা জিততে পেরেছি।'


 






এই দুরন্ত জয় কাদের উৎসর্গ করছেন, সেকথাও স্পষ্ট জানিয়ে দেন পেত্রাতোস। 'এই জয়টা আমি আমার পরিবার এবং অবশ্য়ই সমর্থকদের উৎসর্গ করতে চাইব।' বলেন তিনি। ম্যাচের ৬২ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন সবুজ মেরুন মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা। তবে একজন কম নিয়ে খেলেই রেকর্ড ১৭তম ডুরান্ড কাপ জিতল সবুজ মেরুন।


দিনকয়েক পরেই শুরু হবে আইএসএল। সেই টুর্নামেন্টেরও গত বারের চ্যাম্পিয়ন মোহনবাগানআইএসএল খেতাব নিজেদের দখলে রাখার লড়াইয়েই এবার মাঠে নামবে সবুজ মেরুন। তার আগে মরশুমের প্রথম টুর্নামেন্টে খেতাব জয় যে দলের মনোবল অনেকটাই বাড়াবে, সেই বিষয়ে দ্বিমত নেই। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: আফগানিস্তানকে ৮৯ রানে এশিয়া কাপের দৌড়ে টিকে থাকল বাংলাদেশ