বেঙ্গালুরু: সাফ চ্যাম্পিয়নশিপের (SAAF Championship) সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নেপালকে ২-০ গোলে হারিয়ে দিল ব্লু টাইগার্স। গোল করলেন সুনীল ছেত্রী (Sunil Chhetri) ও নাওরেম মহেশ সিংহ।
বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে টানা ২ ম্য়াচে জিতল ভারত। প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৪-০ গোলে বিধ্বস্ত করার পর দ্বিতীয় ম্যাচে নেপালকেও হারাল ব্লু টাইগার্স। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে শুরু থেকেই দাপট ছিল ভারতের।
এ নিয়ে ঘরের মাঠে টানা ১২ ম্যাচ অপরাজিত ভারত। ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর ওমানের কাছে পরাজয়ই দেশের মাটিতে ভারতের শেষ হার। তারপর থেকে আর কোনও বিদেশি দলই ভারতকে তাদের মাটিতে হারাতে পারেনি।
যদিও শনিবার ম্যাচের প্রথমার্ধে কোনও গোল হয়নি। ভারতকে ০-০ বেঁধে রেখেছিল নেপাল। দ্বিতীয়ার্ধে গোল করেন সুনীল ছেত্রী ও নাওরেম মহেশ সিংহ। তাতেই তিন পয়েন্ট নিশ্চিত হয়ে যায় ভারতের।
আগের ম্যাচে লাল কার্ড দেখানো হয়েছিল ভারতের কোচ ইগর স্তিমাচকে। যে কারণে শনিবার ডাগ আউটে থাকতে পারেননি তিনি। তাঁর পরিবর্তে ভারতীয় দলকে পরিচালনা করেন সহকারী কোচ মহেশ গাউলি। তবে তাতে ভারতের খেলার খুব একটা প্রভাব পড়েনি।
এদিন পাকিস্তানকে ৪-০ গোলে হারায় কুয়েত। গ্রুপ এ থেকে ভারতের সঙ্গে দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে পৌঁছে গেল কুয়েতই। অন্যদিকে গতবারের ফাইনালিস্ট নেপাল গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল।
পাকিস্তান ম্যাচের বিরুদ্ধে ভারতের যে দল খেলেছিল, তাতে এদিন আটটি পরিবর্তন করে ভারত। শুধু পাক ম্যাচে হ্যাটট্রিক করা সুনীল, অনিরুদ্ধ থাপা ও সাহাল আব্দুল সামাদ শুরু থেকে খেলেন। চলতি মাসে প্রথমবার শুরু থেকে খেলার সুযোগ পান ডিফেন্ডার রাহুল ভেকে।
ম্যাচের ৬১ মিনিটে বিপক্ষের গোলমুখ ভাঙেন সুনীল। সাহাল ও মহেশের যুগলবন্দি থেকে তৈরি হওয়া আক্রমণ আর তারপর নীচু ক্রস। সেই পাস থেকে আন্তর্জাতিক ফুটবলে নিজের ৯১তম গোল করলেন সুনীল।
তার মিনিট দশেক পরে বিস্ময়কর গোল করেন মহেশ। জাতীয় দলের জার্সিতে তাঁর প্রথম গোল। সুনীলের উদ্দেশে ক্রস বাড়িয়েছিলেন সাহাল। সুনীলের বাঁ পায়ের শট নেপালের গোলকিপার কিরণ কুমার লিম্বু আটকে দিলে সেই বল ক্রসবারে অদ্ভূতভাবে দুবার ধাক্কা খেয়ে এলে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গোল করেন মহেশ।
মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে ভারতের সামনে কুয়েত।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial