কানপুর: নতুন দায়িত্ব। আর তা কাঁধে নিতে মুখিয়ে রয়েছেন চেতেশ্বর পূজারা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে অজিঙ্ক রাহানের ডেপুটি হিসেবে মাঠে নামবেন চেতেশ্বর পূজারা। ভারতীয় দলের কোচ হিসেবে সদ্য টি-টোয়েন্টি সিরিজ জিতেছেন রাহুল দ্রাবিড়। কিন্তু এখনও পর্যন্ত রাহুলের কোচিংয়ে জাতীয় দলে খেলার সুযোগ হয়নি পূজারা। সেক্ষেত্রে এই প্রথমবার রাহুল-পূজারা জুটি একসঙ্গে কাজ করবেন জাতীয় দলের হয়ে। আর তা নিয়েই উচ্ছ্বসিত পূজারা। কানপুর টেস্টের প্রথম দিনের আগে সাংবাদিক বৈঠকে এসে পূজারা বলেন, ''রাহুল ভাইয়ের সঙ্গে আমি খেলেছি। ওঁকে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে খুব কাছ থেকে দেখেছি। এবার ওঁর কোচিংয়ে খেলব। আমি এই ব্যাপারে ভীষণ উত্তেজিত। তাঁর উপস্থিতি দলের প্রত্যেক তরুণকে অনেক বেশি করে উদ্বুদ্ধ করবে।''


 নিল ওয়াগনারের বিরুদ্ধে কীভাবে সামলাবেন নিজেকে? পূজারা বলেন, "ওঁ টেস্টে বিশ্বমানের বোলার। ওঁর বিরুদ্ধে আমাদের নির্দিষ্ট গেমপ্ল্যান রয়েছে। নিল ভারতের মাটিতে কেমন বল করে, তা আমরা জানি। তাই সেই মতোই আমরা ছক কষব। আশা করি ওঁর বিরুদ্ধে সফলও হব।'' দীর্ঘদিন ধরেই পূজারার ব্যাটে সেঞ্চুরি নেই। তবে তা নিয়ে বেশি ভাবতে রাজি নন তিনি। পূজারা বলেন, ''এমন অনেক ইনিংস আছে, যেখানে আমি সত্তর-আশি রানের ইনিংসও খেলেছি। কিন্তু সেঞ্চুরি হয়ত করতে পারিনি। কিন্তু তা নিয়ে আমি বেশ ভাবছি না। নিজের ব্যাটিং, রানের থেকে দল আগে। দল জয় পেলেই আমি খুশি।''


কে এল রাহুল চোট পেয়ে ছিটকে গিয়েছেন। রোহিত শর্মা সিরিজে নেই। আবার শুভমন গিলের অফফর্ম। তবে পূজারা আভাস দিয়ে দিলেন যে প্রথম টেস্টে ওপেনিংয়ে ময়ঙ্ক-গিল জুটিকেই হয়ত দেখা যাবে কানপুরে। পূজারা বলেন, ''অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ফর্মে ছিল গিল। ইংল্যান্ডের বিরুদ্ধে ওর সিরিজটা খুব একটা ভাল যায়নি। ওঁ কোন পজিশনে ব্যাট করবে আসন্ন সিরিজে তা এখনই আমরা না বলতে পারলেও একাদশে ভাবনায় গিল রয়েছে।''


আরও পড়ুন: জীবে প্রেম...কোহলির নতুন রূপ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়