ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীতের সময় আবেগে ভাসলেন সিরাজ। জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পর কেঁদে ফেললেন তিনি। বারবার চোখের জল মুছতে দেখা গেল তাঁকে।
টসের সময় সিরাজের উচ্ছ্বসিত প্রশংসা করেন অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেন, নেহরার জায়গায় সিরাজকে দলে নেওয়া হয়েছে। আইপিএলে ও দারুন পারফর্ম করেছে। ভবিষ্যতে সফল হওয়ার সমস্ত সম্ভাবনা ওর মধ্যে রয়েছে।
ম্যাচে অবশ্য খুব একটা ভালো বোলিং করতে পারেননি সিরাজ। ৫৩ রান দিয়ে ১ উইকেট। তাঁর শিকার কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। গতকাল শুরু থেকই বিধ্বংসী মেজাজে ছিলেন কিউই ব্যাটসম্যানরা। জসপ্রিত বুমরা ছাড়া অন্যান্য বোলাররাও মার খেয়েছেন। ম্যাচের পর বুমরা বলেছেন, প্রথম ম্যাচ খেলল সিরাজ। ওর মানিয়ে নিতে সময় লাগবে। ভুল থেকে ও শিক্ষা নেবে। বোলার যখন মার খায় তখন অনেক কিছু শেখে। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরের ম্যাচে সিরাজ ভালো বোলিং করবেন বলে আশাপ্রকাশ করেছেন বুমরাহ।