নয়াদিল্লি: গুগল প্লে স্টোরে ঘুরে বেড়াচ্ছে হোয়াটসঅ্যাপের জাল ভার্সন। দেখাচ্ছে আপডেট হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, ডেভেলপারের নাম হোয়াটসঅ্যাপ আইএনসি, তারপর স্টার। গুগল প্লে স্টোরের খবর, এখনও পর্যন্ত এই জাল অ্যাপ অন্তত ৫,০০০ বার ডাউনলোড হয়েছে।

এই অ্যাপে পাওয়া যাচ্ছে জনপ্রিয় মোবাইল গেম টেম্পল রান টু। অক্টোবরেই আপলোড করা হয়েছে গেমটি।

জাল এই সফটওয়্যারের অস্তিত্ব সম্পর্কে প্রথম সাবধান করে হোয়াটসঅ্যাপ চেঞ্জ ট্র্যাকিং ওয়েবসাইট ওয়াবেটাইনফো। হোয়াটসঅ্যাপ বিজনেস নামে সফটওয়্যারটির উল্লেখ করে তারা টুইট করে বলে, এই অ্যাপ ডাউনলোড কোরো না! এটা জাল! হোয়াটসঅ্যাপ বিজনেস এখনও বাজারেই আসেনি!

এর মধ্যে শুক্রবার বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ ঘণ্টাখানেক বন্ধ থাকে। জমা পড়ে পরিষেবা নিয়ে গ্রাহকদের অসংখ্য অভিযোগ। পরে ফেসবুকের নিজস্ব এই সংস্থা বিবৃতি দিয়ে জানায়, সমস্যা মিটেছে, গ্রাহকদের অসুবিধের জন্য ক্ষমাও চায় তারা।