কুইন্সটাউন: ওয়ান ডে বিশ্বকাপের ঠিক আগে সামান্য হলেও স্বস্তি ফিরল ভারতীয় মহিলা ক্রিকেট দলের (Indian Womens Cricket Team) অন্দরমহলে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ আগেই হাতছাড়া হয়েছে। বৃহস্পতিবার নিয়মরক্ষার ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারাল ভারত।
কিউয়িদের বিরুদ্ধে ৫ ম্যাচের দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজের প্রথম ৪টি ম্যাচে হারতে হয় ভারতকে। আগেই সিরিজ খুইয়ে বসেন মিতালি রাজরা (Mithali Raj)। নিয়মরক্ষার পঞ্চম তথা শেষ ম্যাচে ফের হোয়াইট ফার্নসদের হারিয়ে কিছুটা হলেও সম্মানরক্ষা করল ভারতীয় দল। শেষ ম্যাচ জিতে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ভারত।
৯টি বাউন্ডারির সাহায্যে ৮৪ বলে ৭১ রানের ঝকঝকে ইনিংস খেলে সিরিজের পঞ্চম ওয়ান ডে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন স্মৃতি মান্ধনা (Smriti Mandhana)।
সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ৬২ রানে পরাজিত হয় ভারত। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে মিতালিরা হেরে বসেন ৩ উইকেটের ব্যবধানে। তৃতীয় ওয়ান ডে ম্যাচ ৩ উইকেটে হেরে ৫ ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে পরাজয় নিশ্চিত করে ফেলে ভারতের মহিলা ক্রিকেট দল। চতুর্থ ওয়ান ডে ম্যাচেও ৬৩ রানে হারের মুখ দেখতে হয় ভারতের মেয়েদের। পঞ্চম ম্যাচে ৬ উইকেটে জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা এড়ালেন মিতালিরা।
৫ ম্যাচের সিরিজে ১টি সেঞ্চুরি ও ৩টি হাফসেঞ্চুর-সহ ৩৫৩ রান সংগ্রহ করেন অ্যামেলিয়া কের। সঙ্গে ৭টি উইকেটও নেন তিনি। স্বাভাবিকভাবেই সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন কিউয়ি অলরাউন্ডার।
নিউজিল্যান্ডের ৯ উইকেটে ২৫১ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ৪৬ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২৫২ রান তুলে নেয়। মিতালি ৫টি বাউন্ডারির সাহায্যে ৬৬ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন। ৬৩ বলে ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূর্ণ করেন মিতালি রাজ। চলতি সিরিজে এটি মিতালির তৃতীয় অর্ধশতরান। ১টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ৭ রান করে নট আউট থাকেন রিচা ঘোষ। ভারত ২৪ বল বাকি থাকতে ৬ উইকেটের ব্যবধানে সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে জয় তুলে নেয়।
২৮.৩ ওভারে অ্যামেলিয়া কেরের বলে সুজি বেটসের হাতে ধরা পড়েন স্মৃতি। ৯টি বাউন্ডারির সাহায্যে ৮৪ বলে ৭১ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। তারপর মিতালি নেমে দলের ইনিংসের হাল ধরেন।
ভারতীয় ক্রিকেটে হইচই ফেলা দেওয়া দুর্গেশ ইলেকট্রিক মিস্ত্রির কাজও করেছেন!