নয়াদিল্লি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম ম্যাচে চোট পেয়েছেন ভারতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান লোকেশ রাহুল। কানপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় তাঁর  হ্যামস্ট্রিংয়ে টান লাগে। ফলে ওই ম্যাচে আর ফিল্ডিং করতে নামেননি রাহুল। চোটের কারণে রাহুলের কলকাতায় দ্বিতীয় টেস্টে খেলার সম্ভাবনা ক্ষীণ। আগামী শুক্রবার ইডেনে টেস্ট শুরু হচ্ছে। এর আগে সুস্থ হয়ে উঠতে খুব অল্প সময়ই পাবেন রাহুল। ইডেন টেস্টের আগে তিনি যদি চোট সারিয়ে উঠতে না পারেন, তাহলে তাঁর জায়গায় ব্যাকআপ ওপেনারের দরকার হবে। এই অবস্থায় দলে গৌতম গম্ভীরের প্রত্যাবর্তনের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করছেন গম্ভীর। এজন্য টিম ম্যানেজমেন্ট তাঁকে দলে সামিল করার কথা ভাবতে পারে। এবার গম্ভীরকে দলে নেওয়া হবে কিনা, তা নির্ভর করছে নির্বাচকদের ওপর। এ ব্যাপারে আজ সন্ধের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্তত হতে পারে। ২০১৪-তে শেষ টেস্ট খেলেছিলেন গম্ভীর।
ইডেনের পিচ ও পরিবেশ সম্পর্কে গম্ভীরের অভিজ্ঞতা রয়েছে। কেননা, আইপিএলে তিনি কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক।