জয়পুর: ভারত সফরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি ও ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে জয়পুরে এসে পৌঁছেছে নিউজিল্য়ান্ড ক্রিকেট দল। দুবাই থেকে চার্টাড ফ্লাইটে জয়পুরে এসে পৌঁছেছে কিউয়ি ব্রিগেড। তবে জয়পুরে পৌঁছে কোনও কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে না টিমকে। যেহেতু সংযুক্ত আরব আমিরশাহিতে বায়ো বাবলের মধ্যেই ছিল দল, তাই নতুন করে আর ভারতে এসে কোয়ারেন্টিন বিধি মানতে হবে না বোল্টদের। উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ হয়েছে নিউজিল্যান্ডের।
নিউজিল্য়ান্ড ক্রিকেট দলের পৌঁছনোর খবর নিশ্চিত করেছে রাজস্থান রয়্যালস ক্রিকেট অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে জানানো হয়েছে, 'জয়পুরে এসে পৌঁছনোর পর নিউজিল্যান্ড দলের কোভিড টেস্ট হয়েছে। এছাড়াও প্রস্তুতিতে নামার আগে ফের একবার টেস্ট করা হবে।' নিউজিল্যান্ড ক্রিকেট দলের হেডকোচ গ্যারি স্টিড বলেন, 'আমার মনে হচ্ছে এই প্রথমবার কোনও সিরিজের ২ দিনের মাথায় আরও একটা সিরিজ খেলতে নামতে হচ্ছে। তাও আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই। কিন্তু এখন আমাদের হাতে আর কোনও বিকল্পও নেই। এটাই মেনে নিতে হবে। তবে ভীষণ কঠিন হতে চলেছে।'
এদিকে, অনলাইনে ইডেন ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই। ২১ নভেম্বর ইডেনে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচ। ২২ গজে ফের ভারত- নিউজিল্যান্ড দ্বৈরথ। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারত সফরে আসতে চলেছে কেন উইলিয়ামসন বাহিনী। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও ২ ম্যাচে টেস্ট সিরিজ খেলতে ভারতে আসছেন কিউয়িরা। কলকাতার ইডেন গার্ডেন্সেও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। গোলাপি বলের টেস্টের পর এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ পেতে চলেছে ইডেন।
কিউয়িদের ভারত সফরের সূচি-
টি-টোয়েন্টি সিরিজ
- প্রথম ম্যাচ: ১৭ নভেম্বর, সোয়াই মানসিং স্টেডিয়াম (রাজস্থান)
- দ্বিতীয় ম্যাচ: ১৯ নভেম্বর, জেএসসিএ স্টেডিয়াম (রাঁচি)
- তৃতীয় ম্যাচ: ২১ নভেম্বর, ইডেন গার্ডেন্স (কলকাতা)
টেস্ট সিরিজ
- প্রথম টেস্ট: ২৫-২৯ নভেম্বর, গ্রিন পার্ক (কানপুর)
- দ্বিতীয় টেস্ট: ৩-৭ ডিসেম্বর, ওয়াংখেড়ে (মুম্বই)
আরও পড়ুন: জুতোয় ঢেলে বিয়ার পান! সোশ্যালে ভাইরাল অজিদের আজব সেলিব্রেশন