নয়াদিল্লি: এশিয়া কাপে রবিবার (Asia Cup 2022) পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি (Virat Kohli) নিজের শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছিলেন। এমনিতেই বিরাটের দিক সর্বদাই নজর থাকে. তার উপর তিনি আবার মাসখানেক পরে দলে কামব্যাক করছেন। উপরন্তু, তাঁর ফর্মও সঙ্গে ছেড়েছে। তাই সবমিলিয়ে প্রাক্তন ভারতীয় অধিনায়ক কেমন ব্যাট করে সেইদিকে সবাই তাকিয়ে ছিল। বিরাট বেশ কয়েকটি সুন্দর শট খেললেন, ৩৫ রানও করলেন। তাও তাঁর ইনিংস নিয়ে যেন কিছুতেই খুশি হতে পারছেন না বিশেষজ্ঞরা।
আত্মবিশ্বাসের অভাব
কেএল রাহুল প্রথম ওভারেই বোল্ড হওয়ায় বিরাট কোহলি ক্রিজে নামেন। তিনি নাসিম শাহের বিরুদ্ধে দ্বিতীয় বলেই ক্যাচ দিয়ে দিয়েছিলেন। তবে স্লিপ তা ধরতে পারিনি। পরে ৩৪ বলে ৩৫ রানের একটি ইনিংস খেলে সাজঘরে ফেরেন বিরাট। তাঁর ইনিংস বেশ কয়েকটি চোখ ধাঁধানো শট থাকলেও, তাঁর ব্যাটিং নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তান কিংবদন্তি ইনজামাম উল হক (Inzamam-ul-Haq)। ইনজামাম বলেন, 'কাল কোহলির উপর অনেক চাপ ছিল। সাধারণত একজন সেট ব্যাটারকে আউট করাটা বেশ মুশকিল হয়। তবে তো কোহলিকে দেখে অবাকই হয়ে গিয়েছি। ও সেট হয়ে যাওয়ার পরেও ওকে কিন্তু একেবারেই আত্মবিশ্বাসী দেখাচ্ছিল না।'
কোহলির সমালোচনায় গম্ভীর
কোহলির সমালোচনায় মুখর হয়েছেন গৌতম গম্ভীরও। কোহলির শট নির্বাচন নিয়ে গম্ভীর প্রশ্ন তোলেন। গম্ভীর বলেন, 'রোহিত শর্মার উইকেট পড়েছে সবেমাত্র, তারপরই ও (কোহলি) যে শটটা খেলে আউট হয়, তাতে ও নিজেই হতাশ হবে। কোহলির বদলে যদি কোনও প্রতিভাবান তরুণ এই শটটা খেলে আউট হত, তাহলে তার উপর দিয়ে সমালোচনার ঝড় যেত। আমি নিশ্চত ও ফিরে দেখলে নিশ্চয়ই অনুভব করবে যে ওই সময় ওই শটটার প্রয়োজন ছিল না। ৩৪ বলে তো ৩৫ রানের ইনিংস ততক্ষণে খেলা হয়ে গিয়েছে ওর। অধিনায়কও সবেমাত্র সাজঘরে ফিরেছেন। যদি আরেকটু ধরে ইনিংসটাকে এগিয়ে নিয়ে যেত,তাহলে ওর জন্যও ব্যাটিং করাটা আরও সহজও হত। ছয় মারতে গিয়ে আউট হলে সমস্যা ছিল না, কারণ বড় শট মারতে গিয়ে যে কেউ আউট হতে পারে। কিন্তু এখানে তে ও ছয় মারতেও যায়নি আর ফাঁকও খুঁজে পায়নি। শটটা খুবই খারাপ ছিল।'
আরও পড়ুন: ভারত-পাকিস্তান ম্যাচে এক, দুই নয়, হয়েছে নতুন তিনটি রেকর্ড