দুবাই: রবিবাসরীয় মহারণে পাকিস্তানকে পাঁচ উইকেটে মাত দিয়ে ভারতীয় দল নিজেদের এশিয়া কাপ (Asia Cup 2022) অভিযান শুরু করেছে। ম্যাচে ব্যাটে বলে অনবদ্য পারফর্ম করেন হার্দিক পাণ্ড্য। ম্যাচ সেরাও হয়েছেন তিনি। এই ম্যাচে এক দুই নয়, তিন তিনটি নতুন রেকর্ডেও তৈরি হয়েছে। সেই রেকর্ডগুলি কী কী?


অনবদ্য ভুবনেশ্বর


বুমরার অনুপস্থিতিতে ভারতীয় বোলিং আক্রমণকে এই ম্যাচে নেতৃত্ব দেওয়ার কথা ছিল ভুবনেশ্বর কুমারের (Bhuvneshwar Kumar)। একেবারে দারুণভাবে নিজের দায়িত্ব পালন করেন ভুবি। বল হাতে নিজের প্রথম ওভারেই মহম্মদ রিজওয়ানের প্যাডে বল মারেন তিনি। আম্পায়ার আউট দিলেও, রিভিউয়ের দৌলতে বেঁচে যান রিজওয়ান। তবে ভুবির দ্বিতীয় ওভারে বাঁচেননি বাবর আজম। ডান কাঁধের দিকে একবারে সঠিক বাউন্সারে পুল মারতে গিয়েই ১০ রানে ফিরতে হল বাবারকে। এই বাবর-রিজওয়ান জুটিই গতবার ভারতকে পর্যুদস্ত করেছিল। তাই তাঁদের ওপেনিং পার্টনারশিপ ভাঙা কতটা গুরুত্বপূর্ণ ছিল, তা আলাদা করে বলে দিতে হয় না।


ভুবনেশ্বর নতুন বলে দারুণ বল করার পর, ইনিংসের শেষের দিকেও ভাল বল করেন। দ্বিতীয় স্পেলে শুরুতেই বড় শট মারতে পটু আসিফ আলিকে প্রথমে ফেরান ভুবি। ১৯তম ওভারে পরপর দুই বলে শাদাব খান ও নাসিম শাহও ভুবির শিকার হন। নিজের চার ওভারে ২৬ রানের বিনিময়ে চার উইকেট নিয়ে স্পেল শেষ করেন ভুবনেশ্বর কুমার। পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে কোনও ভারতীয় বোলারের এটাই সেরা বোলিং পরিসংখ্যান। ভুবনেশ্বর বাদে এদিন হার্দিক তিন, অর্শদীপ সিংহ দুই এবং আবেশ খান একটি উইকেট পান। অর্থাৎ ম্যাচের দশটি উইকেটই নিয়েছেন ভারতীয় ফাস্ট বোলাররা। টি-টোয়েন্টি ইতিহাসে এমন ঘটনা ভারতীয় দলের ক্ষেত্রে প্রথমবার হল। প্রসঙ্গত, নিজেদের শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আবার প্রথমবার টি-টোয়েন্টিতে ভারতীয় স্পিনাররা দশ উইকেট নিয়েছিলেন।


রেকর্ড অধিনায়ক রোহিতের


এখানেই শেষ নয়। ম্যাচে ব্যাট হাতে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ব্যর্থ হলেও, তিনিও কিন্তু এক অনন্য নজির গড়ে ফেলেছেন। তবে তা অধিনায়ক হিসাবে। ভারতীয় টি-টোয়েন্টির দলের হয়ে ৩৬তম ম্যাচে অধিনায়কত্ব করে রোহিত শর্মা ৩০তম ম্যাচ জিতলেন। আন্তর্জাতিক ক্রিকেটে আর কোনও অধিনায়কের এত দ্রুত ৩০টি বিশ ওভারের ম্যাচ জয়ের রেকর্ড নেই। রোহিত আজগার আফগানের ৩৯ ম্যাচে ৩০ জয়ের রেকর্ড ভেঙে দিলেন। বুধবার যদি রোহিতের নেতৃত্বাধীন ভারতীয় দল ম্যাচ জেতে, তাহলে তা হবে রোহিতের ৩১তম জয়। ফলে তিনি বিরাট কোহলিকে পিছনে ফেলে ভারতের দ্বিতীয় সফলতম টি-টোয়েন্টি অধিনায়ক হয়ে যাবেন। ৪১টি জয়ের (৭২ ম্যাচ) সুবাদে তালিকায় এক নম্বরে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি।


আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে ৩৫ রান করলেও, কোহলির সমালোচনায় মুখর গম্ভীর