লন্ডন: চোটের জন্য সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি। তবে কাল ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন বলে আত্মবিশ্বাসী পাকিস্তানের বাঁহাতি পেসার মহম্মদ আমির। তিনি বলেছেন, ‘আমি দ্রুত ফিট হয়ে উঠছি। নেটে বল করেছি। কোনও অস্বস্তি হয়নি। ফলে ফাইনালে খেলতে পারব বলেই আশা করছি। এরকম বড় ম্যাচে খেলতে চাইছি।’
২০০৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ভারতকে হারিয়ে দিয়েছিল পাকিস্তান। সেই ম্যাচে সচিন তেন্ডুলকরকে আউট করেছিলেন আমির। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেও ভারতের বিরুদ্ধে ভাল বোলিং করেন তিনি। ফলে ফাইনালে তাঁকে চাইছে দল। আমির নিজেও ভারতের বিরুদ্ধে খেলতে মুখিয়ে আছেন।
পাকিস্তানের বোলিং কোচ আজহার মাহমুদ বলেছেন, ‘অনুশীলনে বল করতে আমিরের কোনও সমস্যা হয়নি। ওর চোট অনেকটাই সেরে গিয়েছে। আমির ফিট হয়ে উঠলে ওকেই খেলাব। তবে ও যদি ফিট না হয়, তাহলে রুম্মান রইসকে খেলাব। আমাদের পরিবর্ত খেলোয়াড়রাও তৈরি আছে। আগের ম্যাচেই দলের প্রধান বোলার না খেলায় কোনও সমস্যা হয়নি। রুম্মান ভাল বোলিং করেছে। আমাদের দলের সবাই খেলতে তৈরি।’
কাল খেলতে পারবেন, আত্মবিশ্বাসী মহম্মদ আমির
Web Desk, ABP Ananda
Updated at:
17 Jun 2017 05:24 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -