বেঙ্গালুরু: দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। যে মাঠেই একে অপরের মুখোমুখি হোক না কেন, হাড্ডাহাড্ডি লড়াই অপেক্ষা করে থাকে। বুধবার ফুটবল মাঠে দুই চিরপ্রতিপক্ষের লড়াই। সাফ চ্যাম্পিয়নশিপে যুযুধান ভারত-পাক।
ভুবনেশ্বরে লেবাননকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতার তিনদিনের মধ্যে নতুন পরীক্ষায় নামছে ভারতীয় ফুটবল দল। বুধবার শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ (SAFF Football Championship)। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি ভারত ও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান (Ind vs Pak)।
বহু টালবাহানার পর সাফ (SAAF Championship) চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট খেলতে ভারতে পৌঁছে গিয়েছে পাকিস্তান দল (Pakistan Football Team)। তবে টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নামার আগে উদ্বেগে পাক শিবির। কেন?
পাকিস্তানের ফুটবলাররা ভারতে পৌঁছে গেলেও দলের বেশিরভাগ ফুটবলার বেঙ্গালুরুর বিমান ধরতে পারেননি। তাঁদের জন্য বিকল্প যে বিমানের ব্যবস্থা করা হয়েছে, তাতে করে বুধবার দুপুরের আগে বেঙ্গালুর পৌঁছতে পারবেন না কেউই। বুধবারই ভারতের বিরুদ্ধে খেলবে পাকিস্তান। ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০। পরিবর্তিত পরিস্থিতিতে যা দাঁড়িয়েছে, তাতে ম্যাচের ঘণ্টা ছয়েক আগে বেঙ্গালুরু পৌঁছবেন পাকিস্তানের ফুটবল দলের একটা বড় অংশ। কার্যত টিমহোটেলে ব্যাগ রেখেই মাঠে দৌড়তে হবে পাক ফুটবলারদের।
কাদের ম্যাচ?
ভারত বনাম পাকিস্তান
কোথায় খেলা?
বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে
কখন ম্যাচ?
কিক অফ সন্ধ্যা ৭.৩০
কোথায় দেখা যাবে?
ম্যাচটি দেখা যাবে শুধু ফ্যান কোড অ্যাপে। কোনও টিভি চ্যানেলে দেখানো হবে না সাফ চ্যাম্পিয়নশিপ।