বেঙ্গালুরু: দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। যে মাঠেই একে অপরের মুখোমুখি হোক না কেন, হাড্ডাহাড্ডি লড়াই অপেক্ষা করে থাকে। বুধবার ফুটবল মাঠে দুই চিরপ্রতিপক্ষের লড়াই। সাফ চ্যাম্পিয়নশিপে যুযুধান ভারত-পাক।


ভুবনেশ্বরে লেবাননকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতার তিনদিনের মধ্যে নতুন পরীক্ষায় নামছে ভারতীয় ফুটবল দল। বুধবার শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ (SAFF Football Championship)। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি ভারত ও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান (Ind vs Pak)। 




সাফ কাপে ভারতের সামনে খেতাবরক্ষার লড়াই। কারণ, গতবারের চ্যাম্পিয়ন ভারতই। সব মিলিয়ে মোট আটবার সাফ চ্যাম্পিয়ন ভারত। তবে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে প্রায় সাড়ে পাঁচ বছর পর খেলতে নামছে ভারতীয় ফুটবল দল। ২০১৭ সালের অক্টোবরে শেষ একানে খেলেছিল ভারত। সেই ম্যাচে ম্যাকাওকে ৪-১ গোলে হারিয়ে ২০১৯ সালের AFC এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করেছিল ভারত।

 

এবারও সাফ চ্যাম্পিয়নশিপ খেলে এশিয়া কাপের প্রস্তুতি সেরে নেওয়ার সেরা সুযোগ ভারতের সামনে। খাতায় কলমে পাকিস্তানের বিরুদ্ধে ভারতই ফেভারিট। ফিফা ব়্যাঙ্কিংয়ে ভারত যেখানে রয়েছে ১০১ নম্বরে, পাকিস্তান রয়েছে ১৯৫-এ। সম্প্রতি চারদেশীয় একটি টুর্নামেন্ট খেলেছে পাকিস্তান দল। কিন্তু সেই প্রতিযোগিতায় কিনিয়া, মরিশাস ও জিবুতি - তিন দেশের কাছেই হেরেছে পাকিস্তান। 

 

পাকিস্তানের সবচেয়ে বড় কাঁটা প্রস্তুতির অভাব। বুধবার ম্যাচ। কিন্তু ম্যাচের দিন দুপুরের আগে বেঙ্গালুরু পৌঁছতে পারছেন না পাক দলের অধিকাংশ ফুটবলাররা। 


বহু টালবাহানার পর সাফ (SAAF Championship) চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট খেলতে ভারতে পৌঁছে গিয়েছে পাকিস্তান দল (Pakistan Football Team)। তবে টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নামার আগে উদ্বেগে পাক শিবির। কেন?


পাকিস্তানের ফুটবলাররা ভারতে পৌঁছে গেলেও দলের বেশিরভাগ ফুটবলার বেঙ্গালুরুর বিমান ধরতে পারেননি। তাঁদের জন্য বিকল্প যে বিমানের ব্যবস্থা করা হয়েছে, তাতে করে বুধবার দুপুরের আগে বেঙ্গালুর পৌঁছতে পারবেন না কেউই। বুধবারই ভারতের বিরুদ্ধে খেলবে পাকিস্তান। ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০। পরিবর্তিত পরিস্থিতিতে যা দাঁড়িয়েছে, তাতে ম্যাচের ঘণ্টা ছয়েক আগে বেঙ্গালুরু পৌঁছবেন পাকিস্তানের ফুটবল দলের একটা বড় অংশ। কার্যত টিমহোটেলে ব্যাগ রেখেই মাঠে দৌড়তে হবে পাক ফুটবলারদের।



কাদের ম্যাচ?


ভারত বনাম পাকিস্তান


কোথায় খেলা?


বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে


কখন ম্যাচ?


কিক অফ সন্ধ্যা ৭.৩০


কোথায় দেখা যাবে?


ম্যাচটি দেখা যাবে শুধু ফ্যান কোড অ্যাপে। কোনও টিভি চ্যানেলে দেখানো হবে না সাফ চ্যাম্পিয়নশিপ।