জাকার্তা: ছিলেন না দলের প্রাণভোমরা লিওনেল মেসি। কিন্তু তাতে কোনও সমস্যা হল না। ইন্দোনেশিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচে জয় দিয়েই এশিয়া সফর শেষ করল আর্জেন্তিনা। ২-০ গোলে ইন্দোনেশিয়াকে হারিয়ে দিল গতবারের বিশ্বকাপজয়ী নীল সাদা শিবির। খেলার ৩৮ মিনিটের মাথায় লিওনার্দো প্যারাডেসের গোলে এগিয়ে যায় আর্জেন্তিনা। দূরপাল্লার শট থেকে বল ইন্দোনেশিয়ার জালে জড়িয়ে দেন লিওনার্দো। প্রথমার্ধে আর কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে কিছুক্ষণের মধ্যেই ৫৫ মিনিটে রোমেরাে দলের হয়ে দ্বিতীয় গোল করেন। এর আগে বেজিংয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল আর্জেন্তিনা।


এদিনের ম্যাচে মেসি ছাড়া পুরো শক্তির দল নিয়েই মাঠে নেমেছিল আর্জেন্তিনা। লিওনেল স্কালোনি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছিলেন যে মেসির পর আর্জেন্তিনা দলকে বিশ্বফুটবলে নিজের ছাপ রাখার মত দল হিসেবে তৈরি করতে তিনি এই মুহূর্তে প্লেয়ারদের দেখে নিতে চাইছেন। সেই জন্যই এদিনের ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তনও করছিলেন স্কালোনি। 


এদিনের ম্য়াচে ইন্দোনেশিয়াও ক্রমেই বেগ দিচ্ছিল আর্জেন্তিনা শিবিরকে। বিশেষ করে দ্রুত বল নেওয়ার ক্ষেত্রে স্কালোনির ছেলেদের বারবার বাধার মুখে পড়তে হচ্ছিল। রক্ষণ ও আক্রমণ—দুই জায়গাতেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে এশিয়ার দলটি। তবে অভিজ্ঞতার কাছেই মূলত হারতে হয়েছে তাদের। বিশ্ব ক্রমতালিকায় শীর্ষস্থানে রয়েছেন আর্জেন্তিনা। 


উল্লেখ্য, এর আগে শেষবার ২০২২ সালের ফেব্রুয়ারিতে মেসিকে ছাড়াই মাঠে নেমেছিল আর্জেন্তিনা। এরপর থেকে ১৬ মাসে জাতীয় দলের জার্সিতে সব ম্যাচেই খেলেছেন তিনি। কিছুদিন আগেই পিএসজি ছেড়ে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন। তার আগে দেশের জার্সিতে অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতেছেন। ৩৬ বছর পর আর্জেন্তিনা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। আগামী বিশ্বকাপ ২০২৬-এ। সেই সময় মেসি খেলবেন কি না ঠিক নেই। তবে তার আগে স্কালোনি চাইছেন দলের বেঞ্চকে প্রতিযোগিতামূলক ফুটবল খেলার উপযোগী করে তুলতে।


রিয়ালে ফিরছেন হোসেলু


সম্প্রতি স্পেনের নেশনস লিগ খেতাব জয়ে হোসেলু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। স্পেনের হয়ে আন্তর্জাতিক কেরিয়ারের শুরুটাও দারুণভাবে করেছেন তিনি। স্পেনের খেতাব জয়ের ঠিক কয়ের মুহূর্ত পরেই সেই হোসেলুকেই সই করার কথা সরকারিভাবে ঘোষণা করল রিয়াল মাদ্রিদ। এটা রিয়াল মাদ্রিদের জার্সিতে তাঁর ঘরওয়াপসি বটে। ২০১০ সাল পর্যন্ত তিনি রিয়াল মাদ্রিদেই ছিলেন। রিয়ালের অ্যাকাডেমির অংশও ছিলেন তিনি। দুর্দান্ত এক লা লিগা মরশুম ও স্পেনের হয়ে দুরন্ত শুরুর পরে সেই লস ব্লাঙ্কোসেই ফিরলেন তিনি। হোসেলুই নেশনস লিগে স্পেনের হয়ে সর্বাধিক গোল করেছেন। তাঁর গোলেই সেমিফাইনালে ইতালির বিরুদ্ধে জয় পেয়েছিল লা রোহা। গত লা লিগা মরশুমেও তিনি স্প্যানিয়ার্ড হিসাবে সর্বাধিক ১৬টি গোল করেছিলেন। সম্ভবত এই দুর্দান্ত মরশুমেরই সুফল পেলেন ৩৩ বছর বয়সি তারকা স্ট্রাইকার।