সিডনি: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) ফাইনালে পৌঁছে গিয়েছে পাকিস্তান (Pakistan)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ৭ উইকেটে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে বাবর আজমের দল। ফাইনালে তাঁদের প্রতিপক্ষ কে হবে, তা জানা যাবে আগামীকাল। কারণ ইংল্যান্ড ও ভারত নামতে চলেছে আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে। পাকিস্তান কিউয়িদের হারানোর পর থেকেই সোশাল মিডিয়া সরগরম। ফের ভারত-পাক ফাইনাল চাইছেন ক্রিকেট প্রেমীরা। 


ফাইনালে কি ভারত-পাক?


আইসিসির বড় টুর্নামেন্ট শেষবার ফাইনালে ভারত-পাক দ্বৈরথ দেখা গিয়েছিল ২০১৭ সালে। সেবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সরফরাজ আহমেদের নেতৃত্বে পাকিস্তান হারিয়ে দিয়েছিল বিরাট কোহলির ভারতকে। অন্যদিকে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। ১৫ বছর আগে শেষবার কুড়ির বিশ্বকাপের ফাইনালে ৫ রানে পাকিস্তান হেরে গিয়েছিল ভারতের বিরুদ্ধে। এবার ফের একবার সেই সুযোগ।


 






 






 






কিউয়িদের বিরুদ্ধে জয় পাকিস্তানের


রুদ্ধশ্বাস ম্যাচ। দুরন্ত লড়়াই ২ দলের। শেষ পর্যন্ত মুখে হাসি পাকিস্তানের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) সেমিফাইনালে খেলতে নেমেছিল বাবর আজমের দল। সেই ম্যাচে  জয় ছিনিয়ে নিল পাকিস্তান। প্রথমে শাহিন শাহ আফ্রিদির (Saheen Shah Sfridi) নিয়ন্ত্রিত বোলিং ও পরে বাবর আজম, মহম্মদ রিজওয়ানের দুরন্ত অর্ধশতরানের ওপর ভর করে নিউজিল্যান্ডকে হারিয়ে দিল পাকিস্তান। ২০০৯ সালের পর ফের একবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল তারা। 


আরও পড়ুন: ফাইনালে কি দেখা যাবে ভারত-পাক দ্বৈরথ? সরগরম সোশাল মিডিয়া