Infinix Zero 5G 2023: ইনফিনিক্স (Infinix) কোম্পানির প্রথম ৫জি ফোন (5G Phone) হিসেবে চলতি বছর ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে ভারতে লঞ্চ হয়েছিল ইনফিনিক্স জিরো ৫জি ফোন। এবার লঞ্চ হতে চলেছে এই ফোনের সাকসেসর মডেল ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩। ইতিমধ্যেই এই ফোনের কিছু তথ্য প্রকাশ্যে এনেছে ইনফিনিক্স সংস্থা। জানা গিয়েছে এই ফোনে থাকতে চলেছে একটি ৬.৭৮ ইঞ্চির IPS LCD ডিসপ্লে যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ ৫জি প্রসেসর থাকবে। ডিসপ্লের উপর থাকবে হোল পাঞ্চ ডিজাইন। সেখানে সেট করা থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর। তিনটি রঙে লঞ্চ হবে ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ ফোন। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। পার্ল হোয়াইট, কোরাল অরেঞ্জ এবং সাবমেরিনার ব্ল্যাক- এই তিন রঙে লঞ্চ হতে পারে ইনফিনিক্সের নতুন ৫জি ফোন। আপাতত কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটেই এই ফোন দেখা গিয়েছে।


রিয়েলমি জিটি নিও ৪


রিয়েলমি জিটি নিও ৪ ফোনের বেশ কিছু সম্ভাব্য স্পেসিফিকেশনও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে এই ফোনে ১.৫কে রেজোলিউশনের ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১৪৪ হার্টজ। এছাড়াও এই ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। রিয়েলমির এই ফোনে ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টও থাকতে পারে। এই ফোন কবে লঞ্চ হবে তার নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও প্রকাশ করেনি রিয়েলমি সংস্থা।


ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ ফোনের স্পেসিফিকেশন



  • এই ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১২ বেসড XOS 12- র সাহায্যে। এই ফোনে ডুয়াল সিম (ন্যানো) থাকতে পারে। এছাড়াও একটি ৬.৭৮ ইঞ্চির IPS LTPS ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হবে।

  • ইনফিনিক্সের এই ফোনে থাকতে পারে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ ৫জি প্রসেসর। এর সঙ্গে যুক্ত থাকতে পারে ৮ জিবি র‍্যাম।এই র‍্যামের পরিমাণ ফোনের না ব্যবহার হওয়া স্টোরেজের সাহায্যে আরও ৫ জিবি বাড়ানো সম্ভব।

  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে দুটো ২ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। সেখানে আবার ডুয়াল ফ্রন্ট ফ্ল্যাশ থাকবে। ৪কে ভিডিও রেকর্ডিং করা যাবে এই ফোনের রেয়ার ক্যামেরায়।

  • ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। একবার চার্জ দিলে ২৯ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম পাওয়া সম্ভব। এছাড়াও পাওয়া যাবে প্রায় ৩২ ঘণ্টা পর্যন্ত টকটাইম।


আরও পড়ুন- ট্যুইটারে চালু হবে 'অফিশিয়াল লেবেল', কাদের জন্য আসতে চলেছে এই নয়া ফিচার?