পার্ল: টেস্ট সিরিজে ১-২ ফলে হার। তারপর বিরাট কোহলির টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়া। সবমিলিয়ে ভারতীয় ক্রিকেট দল কিছুদিন ধরে ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আজ থেকে শুরু হচ্ছে একদিনের সিরিজ। রোহিত শর্মা না থাকায় এই সিরিজে ভারতীয় দলের অধিনায়ক কে এল রাহুল। কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রাহুলের যুগলবন্দিতে ভারতীয় ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে আজ।


আজ পার্লের বোল্যান্ড পার্কে খেলা শুরু ভারতীয় সময় অনুযায়ী দুপুর দুটো থেকে। টিভিতে ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস ওয়ান এইচডি, স্টার স্পোর্টস ওয়ান হিন্দি, স্টার স্পোর্টস ওয়ান হিন্দি এইচডি, স্টার স্পোর্টস ওয়ান বাংলা চ্যানেলে।


এছাড়া অনলাইনে ম্যাচ দেখা যাবে হটস্টার অ্যাপ, ওয়েবসাইটে। ম্যাচের যাবতীয় খুঁটিনাটি জানার জন্য চোখ রাখুন এবিপি লাইভে।


টেস্ট সিরিজে হারের পর এবার একদিনের সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারতীয় দল। এই ম্যাচে সবার নজর থাকবে ভারতের সদ্য প্রাক্তন অধিনায়ক বিরাটের দিকে। সাত বছর পর এই প্রথম সাধারণ খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন তিনি। কয়েকদিন আগে পর্যন্ত তাঁর অধিনায়কত্বে খেলা রাহুল আজ অধিনায়ক। সহ-অধিনায়ক জসপ্রীত বুমরাহ।


ম্যাচের আগে রাহুল জানিয়েছেন, রোহিত না থাকায় তিনিই ব্যাটিং ওপেন করবেন। তাঁর সঙ্গে ওপেন করতে পারেন অভিজ্ঞ বাঁ হাতি শিখর ধবন। মিডল অর্ডারে থাকবেন বিরাট।


ভারতীয় দলের ব্যাটিং লাইন আপ বাছা নিয়ে খুব একটা সমস্যা না থাকলেও, বোলিং বিভাগে কাদের খেলানো হবে, সেটা এখনও স্পষ্ট নয়। রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসেবে যুজবেন্দ্র চাহলকে খেলানো হবে কি না, অলরাউন্ডার হিসেবে বেঙ্কটেশ আয়ারকে দলে রাখা হবে কি না, বোলিং করতে পারেন এমন ৫ না ৬ জন ভারতীয় দলে থাকবেন, সেটা এখনও জানা যায়নি।