মুম্বই: ভারত সফরে আসছে দক্ষিণ আফ্রিকা (South Africa) ক্রিকেট দল। ঘরের মাঠে প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে অধিনায়ক (Captain) হিসেবে দেখা যাবে শিখর ধবনকে (Shikhar Dhawan)। বোর্ড সূত্রে জানানো হয়েছে যে, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সম্ভাব্য যে দল বাছা হবে, সেই দলের প্লেয়ারদের বিশ্রাম দেওয়া হতে পারে। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার মাটিতে ১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে এবারের কুড়ির বিশ্বকাপ চলবে। রোহিত শর্মার নেতৃত্ব খেলতে নামবে সেখানে টিম ইন্ডিয়া।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের কোচের দায়িত্বে থাকবেন ভিভি এস লক্ষ্মণ। রাহুল দ্রাবিড়কেও বিশ্রাম দেওয়া হচ্ছে। প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে ৩টি ওয়ান ডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় দল। আগামী ২৮ সেপ্টেম্বর তিরঅনন্তপুরমে প্রথম টি-টােয়েন্টিতে মুখোমুখি হবে ২ দল। আগামী ২ অক্টোবর দ্বিতীয় টি-টোয়েন্টি ও ৪ অক্টোবর শেষ টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নামবে ২ দল।
আগামী ৬ অক্টোবর লখনউয়ে প্রথম ওয়ান ডে ম্যাচে খেলতে নামবে ভারত-দক্ষিণ আফ্রিকা। ৯ অক্টোবর রাঁচিতে ও ১১ অক্টোবর দিল্লিতে শেষ ওয়ান ডে ম্য়াচ হবে। উল্লেখ্য, রোহিত শর্মা ও টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলে থাকা প্লেয়াররা সবাই ৯ ও ১০ অক্টোবর অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছে। অস্ট্রেলিয়ার পরিবেশে নিজেদের মানিয়ে নেওয়ার জন্য যাতে পর্যাপ্ত সময় পায় দল, তার জন্যই আগে উড়ে যাবে সেখানে ভারতীয় দল। সেখানে প্রস্তুতি ম্যাচও খেলতে রোহিত বাহিনী।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে জাতীয় দলে ঢুকে পড়তে পারেন রাহুল ত্রিপাঠী। এছাড়াও চলতি বছর আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া উমরান মালিকও এবার ওয়ান ডে ফর্ম্য়াটে অভিষেকের পথে।
ফিটনেস পরীক্ষায় পাশ
একাধিক রিপোর্ট অনুযায়ী হর্ষল পটেল এবং যশপ্রীত বুমরা, দুই তারকা বোলারই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন এবং ইতিমধ্যেই উভয় তারকাই নিজেদের ফিটনেস পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছেন। বুমরা জুলাই মাস থেকে পিঠের চোটের জন্য দলের বাইরে ছিলেন। অপরদিকে, হর্ষলের পেশিতে চোট ছিল। এই চোট সারানোর উদ্দেশ্যে বুমরা ও হর্ষল, দুইজনেই বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করেন। পুনর্বাসনের সময়কালে অ্যাকাডেমিতে একসঙ্গে দুইজনের ছবিও বেশ ভাইরাল হয়েছিল।
আরও পড়ুন: ক্যাসপার রুডকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ