কটক: জাতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকেই সবার নজর তাঁর দিকে। অনুশীলনেও বারবার ক্যামেরার ফোকাস ছিলেন তিনি। কিন্তু প্রথম ম্যাচে সুযোগ পাননি। দ্বিতীয় টি-টোয়েন্টির (T20) আগে নেটে ফের আগুন ঝড়ালেন উমরান মালিক (Umran Malik)। তাঁর বিদ্যুৎ গতির বল ভেঙে দিল অধিনায়ক ঋষভ পন্থের ব্যাট। তবে কি দ্বিতীয় ম্যাচের তাঁকে যাতে সুযোগ দেওয়া হয়, সেই বার্তাই দিতে চাইলেন জম্মু কাশ্মীরের তরুণ পেসার?
পন্থের ব্যাট ভাঙলেন উমরান
প্রতিনিয়ত দেড়শো কিলোমিটার গতিতে বল। আইপিএলে বিশ্বের তাবড় তাবড় ব্যাটারদের ঘুম উড়িয়ে দিয়েছিলেন নিজের গতি দিয়ে। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে এই মরসুমে আইপিএলে ১৪ ম্যাচে ২২ উইকেট নিয়ে নজর কেড়েছেন। পাঁচ ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে সুযোগ না পেয়ে কিছুটা হতাশ হয়েছিলেন উমরান। তবে তিনি আশাবাদী যে সুযোগ আসবেই। নেটে আগের দিন অনুশীলনে ঋষভ পন্থকে বল করছিলেন উমরান। সেই সময় আচমকাই উমরানের একটি বল ডিফেন্স করে পন্থ দেখেন যে তাঁর ব্যাট কিছুটা ভেঙে গিয়েছে। যা সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে মুহূর্তের মধ্যে।
ভারতের সবচেয়ে বড় সমস্যা হল তাঁদের বোলিং অ্যাটাক। আগের ম্যাচ ব্যাট হাতে ব্যাটাররা বিশাল বড় স্কোর বোর্ডে তুলে নিয়েছিল। ২১১ রান বোর্ডে তুলে নিয়েছিল টিম ইন্ডিয়া প্রথমে ব্য়াট করে। তাঁদের সবচেয়ে বড় সমস্যা ডেভিড মিলার। শেষ ম্যাচে যেভাবে ব্যাটিং করেছেন তিনি, তা চিন্তা বাড়াবেই টিম ইন্ডিয়াকে। আইপিএলে ঠিক যেই ফর্মে শেষ করেছিলেন, এই সিরিজে সেখান থেকেই শুরু করেন মিলার।
আরও পড়ুন: আজ দ্বিতীয় টি-টোয়েন্টি, কখন, কোথায় দেখবেন ইন্দো-আফ্রিকা দ্বৈরথ?