সেঞ্চুরিয়ন: বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবিড় (rahul dravid)। সম্প্রতি ভারতীয় ক্রিকেটের অন্যতম আলোচিত চরিত্রের মধ্যে একজন বিরাট কোহলি (virat kohlli)। নেতৃত্ব বিতর্ক, রান না পাওয়া, বোর্ডের সঙ্গে দ্বন্দ্ব সবকিছু মাথায় নিয়ে দক্ষিণ আফ্রিকা (south africa) সফরে খেলতে এসেছেন বিরাট। প্রথম টেস্ট শুরু আগের দিন বিসিসিআই-এর ওয়েব সাইটে দেওয়া এক সাক্ষাৎকারে দ্রাবিড় বলেছেন, “কোহলির যখন অভিষেক হয় তখন আমি সেখানে ছিলাম। ওর প্রথম টেস্ট ম্যাচের সময়ও আমি ছিলাম এবং ওর সঙ্গে সেই ম্যাচে ব্যাটও করেছি।” ২০১১ সালে প্রথম টেস্টে ওয়েস্ট ইনিংসের বিরুদ্ধে যথাক্রমে ৪ ও ১৫ রান করেন। ২ বারই বিরাটের সঙ্গে ক্রিজে ছিলেন দ্রাবিড়। ভারতীয় দলের হেডস্যার বলেন, “গত ১০ বছরে ক্রিকেটার হিসেবে যে অভাবনীয় উন্নতি করেছে বিরাট, তা না দেখলে বিশ্বাস করা যায় না। ওর পারফরম্যান্সই সে কথা বলে দিচ্ছে। যে ভাবে নেতৃত্ব দিয়েছে তাও অসাধারণ। দলের মধ্যে ফিটনেস এবং শক্তির স্ফূরণ নিয়ে এসেছে ও। ওর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। এখনও উন্নতি করে চলেছে ও।”
ভারত দক্ষিণ আফ্রিকা সফরে আসার পর থেকেই বিভিন্ন সময়ে দ্রাবিড় ও কোহলিকে একফ্রেমে দেখা গিয়েছে। অনুশীলনে কখনো টিপস নিচ্ছেন ব্যাটিংয়ের তো কখন খোশমেজাজে ফুটভলিও খেলছেন। ভারতীয় ক্রিকেট প্রেমীরাও মনে করছেন যে রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে নিজের সেরাটা ঠিক আবার বের করে আনতে পারবেন বিরাট। তেমনই মনে করেন দ্রাবিড়ও। তিনি বলছেন, "ভাল ভাবে প্রস্তুতি নিয়ে ছেলেরা লড়াই করুক, এটাই আমি চাই। এটাই আমি ওদের থেকে আশা করি। জেতার সব থেকে ভাল সুযোগ যেন আমাদের থাকে সেটাই চাই। ফলাফল এমনিই আসবে। সিরিজ জেতা বা হারার চাপ ওদের মাথার উপর দিতে চাই না।"
আসন্ন সিরিজেই অনন্য মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে জসপ্রীত বুমরা ও মহম্মদ শামি। ওভালে শেষবার একসঙ্গে খেলেছেন ভারতীয় দলের এই ২ তারকা পেসার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল ২ জনকেই। সেঞ্চুরিয়নে আবার একসঙ্গে দেখতে পাওয়া যাবে হয়ত তাঁদের। ২৪ টেস্টে এখনও পর্যন্ত ১০১ উইকেটের মালিক বুমরা। আর সবচেয়ে অবাক করে দেওয়ার মতো বিষয় হল তার মধ্যে মাত্র ৪ উইকেট এসেছে ভারতের মাটিতে। অর্থাৎ আর ৩ উইকেট পেলেই বিদেশের মাটিতে ১০০ উইকেটের মালিক হবেন বুমরা। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে অভিষেক হয়েছিল, এবার সেখানেই আরও এক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে বুমরা।
অন্যদিকে মহম্মদ শামির সামনেও নজির গড়ার হাতছানি। এখনও পর্যন্ত ১৯৫ উইকেট টেস্টে ঝুলিতে পুরে নিয়েছেন শামি। আর ৫ উইকেট পেলেই কপিল দেব, জাহির খান, ইশান্ত শর্মা ও জাভাগাল শ্রীনাথের পর পঞ্চম ভারতীয় পেসার হিসেবে এই মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন।