করাচি: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ১০ উইকেটে জয় পেয়েছিল পাকিস্তান (pakistan)। সেই ম্যাচে বল হাতে ভারতের ওপেনিং জুটিকে শুরুতেই ফিরিয়ে গুরুতর আঘাত হেনেছিলেন তরুণ পাক পেসার শাহিন আফ্রিদি। কিন্তু সেই ম্যাচের আগে না কি চাপে ছিলেন শাহিন। তখন  না কি শাহিনকে সেই চাপ থেকে মুক্ত করেছিলেন প্রাক্তন পাক অলরাউন্ডার শাহিদ আফ্রিদিই। নিজের ইউটিউব চ্যানেলে এই নিয়ে বলতে গিয়ে আফ্রিদি তিনি বলেন, "সেদিন ম্যাচের আগে শাহিন আমাকে ভিডিও কল করেছিল। বলছিল যে ও একটু চাপে রয়েছে। আমরা প্রায় ১১-১২ মিনিট কথা বলেছিলাম। আমি বলেছিলাম যে আল্লাহ তোমাকে পারফর্ম করার সুযোগ দিয়েছেন, সেটা কর। মাঠে নেমে সেরা উইকেটগুলো তুলে নাও, আর হিরো হয়ে যাও। ও ঠিক সেটাই করেছিল ম্যাচে।"


 মাঠের লড়াই যতই একপেশ হোক না কেন, দর্শক সংখ্যার বিচারে সর্বকালীন রেকর্ড গড়ল সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) সবচেয়ে একপেশে লড়াইটা হয়েছিল। সব মিথ গুঁড়িয়ে দিয়ে বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে (Indian Cricket Team) ১০ উইকেটে হারিয়ে দিয়েছিল পাকিস্তান (Pakistan Cricket Team)। তবে অন্য একটি রেকর্ড গড়েছে এই ম্যাচ।


টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাক দ্বৈরথ দেখেছেন প্রায় ১৬৭ মিলিয়ন দর্শক। যা একটি রেকর্ড। এটি এখনও পর্যন্ত সবচেয়ে বেশি দেখা কোনও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ। আগেই এই তথ্য জানিয়েছিল টুর্নামেন্টের সম্প্রচারকারী চ্যানেল। বৃহস্পতিবার বিবৃতি দিয়ে যা জানাল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসিও (ICC)। পাশাপাশি আইসিসি জানিয়েছে, ২০০টি দেশে চ্যানেল ও অনলাইন স্ট্রিমিং মিলিয়ে প্রায় ১০ হাজার ঘণ্টা টি-টোয়েন্টি বিশ্বকাপের সরাসরি সম্প্রচার দেখেছেন ক্রিকেটপ্রেমীরা।


ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) মধ্যে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালটি দেখেছিলেন মোট ১৩৬ মিলিয়ন দর্শক। যা ছিল এর আগে সর্বাধিক রেকর্ড। কিন্তু এবারে সেই সংখ্যাকে পিছনে ফেলে দিয়েছে ভারত-পাকিস্তান মহারণ। সম্প্রচারকারী চ্যানেলের তরফ থেকে বলা হয়েছে, ২৪ অক্টোবর ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলেছিল। সেই ম্যাচ দেখেছেন ১৬৭ মিলিয়ন মানুষ। স্টার ইন্ডিয়ার তরফ থেকে বলা হয়েছে, ‘ভারত-পাকিস্তান ম্যাচটি ১৬৭ মিলিয়ন দর্শক দেখেছেন, যা ইতিহাস তৈরি করেছে। এটিই এখনও পর্যন্ত সবচেয়ে বেশি দেখা কোনও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।’