জোহানেসবার্গ: ওয়ার্ন্ডারার্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগামীকাল সিরিজের দ্বিতীয় টেস্টে মর্যাদা পুনরুদ্ধারে নামবে ভারতীয় দল। তার আগে ভারতের অধিনায়ক বিরাট কোহলির নেতৃ্ত্ব নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক গ্রেম স্মিথ।
ভারতীয় দলকে কোহলি দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিতে পারবেন কিনা, এ বিষয়ে নিশ্চিত নন দক্ষিণ আফ্রিকার সবচেয়ে সফল অধিনায়ক।
তৃতীয় টেস্টের আগে একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে স্মিথ চাঁচাছোলা ভাষায় বলেছেন, কোহলিকে তাঁর সহ খেলোয়াড়দের মতামতও যাচাই করতে হবে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সহ খেলোয়াড়দের সঙ্গে রাখতে হবে। স্মিথ বলেছেন, 'হতেই পারে, তুমি বিশ্বের সেরা খেলোয়াড়। সেই মর্যাদা ভালোওবাসো এবং প্রায়ই দলের অন্যরা কী ভাবছে, তা খেয়ালই করো না'।
মাত্র ২২ বছরে দক্ষিণ আফ্রিকার দলের নেতৃত্বের ভার পেয়েছিলেন স্মিথ। তিনি মনে করছেন, ভারতীয় ড্রেসিংরুমে কোহলির মতামতকে চ্যালেঞ্জ জানানোর কেউ নেই। বিরোধী মতামত থাকলে বরং দলের লাভই হত।
প্রাক্তন বাঁহাতি প্রোটিয়া ব্যাটসম্যান বলেছেন, ভারতীয় ড্রেসিংরুমে এমন কেউ থাকলে ভালো হত, যে গঠনমূলক মতামত দিতে পারত, কোহলির সঙ্গে কথা বলতে পারত, তাঁকে ভাবতে বাধ্য করতে পারত, এমনকি ভিন্ন মত দিয়ে কোহলিকে চ্যালেঞ্জ জানাতে পারত। রাগ বা আগ্রাসনের কোনও ব্যাপার নয়, গঠনমূলক পথে কোহলিকে ভাবতে বাধ্য করা যেত বা অন্য কোনও সম্ভাবনা সম্পর্কে ওর চোখ খুলে দেওয়া যেত। এমনটা হলে তা কোহলিকে খুব ভালো নেতা হয়ে উঠতে সাহায্য করত।
মাঠে কোহলির প্রতিক্রিয়া সহ খেলোয়াড়দের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মন্তব্য করেছেন স্মিথ।
তিনি বলেছেন, মাঠে কোহলি খুবই আগ্রাসী এবং ওর অভিব্যক্তি খুবই স্পষ্ট হয়ে ওঠে। আর এটা কিন্তু দলের সহ খেলোয়াড়দের ওপর দু ধরনেরই প্রভাব ফেলতে পারে। ও খুবই ভালো খেলোয়াড়। ওর মনোভাবের তীব্রতা ওর ব্যক্তিগত পারফরম্যান্সের ক্ষেত্রে সুফল দেয়।ও লড়াই ভালোবাসে। ওই তীব্রতাটাই ওর সেরাটা বের করে আনে। কিন্তু নেতা হিসেবে খেয়াল রাখতে হবে, এতে অন্যদের মনে কী প্রভাব পড়বে। নেতৃ্ত্বের এই জায়গাটায় উন্নতি ঘটাতে হবে।
দলের সহ খেলোয়াড়দের সঙ্গে সংযোগটা কোহলিকে আরও বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন স্মিথ।
ড্রেসিংরুমে কোহলির মতামতকে চ্যালেঞ্জ জানানোর কেউ নেই, নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে মন্তব্য গ্রেম স্মিথের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Jan 2018 05:56 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -