নয়াদিল্লি: ১৯৯২-এর বিশ্বকাপের অনেকগুলি স্মরণীয় মুহূর্তের মধ্যে একটি পাক ব্যাটসম্যান ইনজামাম-উল-হকের রান আউট। দক্ষিণ আফ্রিকার জন্টি রোডস পাখির মতো উড়ে এসে উইকেট ভেঙে দিয়েছিলেন।


ক্রিকেটের মাঠে এ ধরনের দুর্দ্ধর্ষ রান আউট খুবই কম দেখতে পাওয়া যায়। এবার ভারতেও ঘরোয়া সৈয়দ মুস্তাক আলি টি ২০ ট্রফিতে কর্নাটক বনাম পঞ্জাবের ম্যাচে এমনই একটা রান আউট দেখা গেল। কর্নাটকের অধিনায়ক বিনয় কুমার পঞ্জাবের গুরক্রিত সিংহ মানকে যেভাবে আউট করলেন তা দেখে জন্টি রোডসের কথা মনে পড়ে গিয়েছে।

 



এমন দুরন্ত ফিল্ডিংয়ের পর বিনয় কুমার ট্যুইট করে জন্টি রোডসকে বলেছেন, ১৯৯২-এ আপনার করা রান আউটটা আমি যে কতবার দেখেছি, তার ঠিক নেই। এ রকম সুযোগের অপেক্ষা দীর্ঘদিন ধরে করছিলাম। আজ ওই দিন এল। কোচ, কেমন ছিল রান আউটটা?
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। ওই সময় মুম্বইয়ের ফিল্ডিং কোচ ছিলেন জন্টি রোডস।
রান আউটের মতো ম্যাচটাও যথেষ্ট রোমাঞ্চকর হয়েছিল। দুদলের রান সমান হওয়ায় সুপার ওভারে ম্যাচের নিষ্পত্তি হয়।