কলম্বো: শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের দলে কোনও পরিবর্তন করেনি ভারত। প্রথম ওয়ান ডে ম্যাচের একাদশই মঙ্গলবার খেলাচ্ছেন রাহুল দ্রাবিড়-শিখর ধবনরা। শ্রীলঙ্কা দলে একটি পরিবর্তন হয়েছে। ইসুরু উদানার পরিবর্তে সুযোগ দেওয়া হয়েছে কসুন রাজিথাকে।


মঙ্গলবারের ম্য়াচ সিরিজ নির্ণায়ক হয়ে যেতে পারে। যদি এই ম্যাচে জিতে যায় ভারত। কারণ, রবিবার প্রথম ওয়ান ডে ম্যাচে কার্যত একপেশেভাবে শ্রীলঙ্কাকে ৮০ বল বাকি থাকতে ৭ উইকেটে হারিয়েছিলেন শিখর ধবনরা। মঙ্গলবার জিতে গেলেই তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে যাবে ভারত। সিরিজ জিতেও নেবেন ধবনরা এবং সেক্ষেত্রে তৃতীয় ম্যাচ হয়ে দাঁড়াবে কার্যত নিয়মরক্ষার।


বিরাট কোহলি ভারতীয় দলবল নিয়ে এখন ইংল্যান্ডে। সেখানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর জো রুটের ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন। শ্রীলঙ্কা সফরে তাই দলের নেতৃত্বের ভার বর্তেছে শিখর ধবনের ওপর। এবং প্রথম ম্যাচে শিখর দেখিয়ে দিয়েছেন, তাঁর ওপর আস্থা রেখে ভুল কিছু করেননি নির্বাচকরা।


রবিবার প্রথম ম্যাচে শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করে তুলেছিল ২৬২/৯। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে শিখর যখন ক্রিজের একদিক কামড়ে পড়ে ছিলেন, অন্য প্রান্তে তখন ২৪ বলে ৪৩ রানের ইনিংস খেলেন পৃথ্বী। যাঁর মারমুখী ব্যাটিং আর শট খেলার ধরনের সঙ্গে রবিবার অনেকে বীরেন্দ্র সহবাগের সাদৃশ্য খুঁজে পেয়েছেন। পৃথ্বী যখন আউট হয়েছিলেন, ৫.৩ ওভারে ৫৮ তুলে ফেলেছিল ভারত। এবং রান ওঠার গতি ফোর্থ গিয়ারে তুলে দিয়েছিলেন মুম্বইয়ের তরুণ। যাঁর নেতৃত্বে ভারত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল। কিন্তু মাঝে শৃঙ্খলাজনিত কারণ আর চোটআঘাতে যেন হারিয়ে যেতে বসেছিলেন। ফের তাঁকে সঠিক দিশা দিয়েছেন রাহুল দ্রাবিড়। কিংবদন্তি দ্রাবিড়ের প্রশিক্ষণেই যিনি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিলেন। ম্যাচের সেরাও হয়েছিলেন পৃথ্বী।


মঙ্গলবারের ম্যাচে আগের ম্যাচের উইনিং কম্বিনেশনে তাই কোনও পরিবর্তন করেনি ভারত। সিরিজ জয় নিশ্চিত করতে একই একাদশে ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট।


কখন, কোথায় দেখবেন ম্য়াচ: ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ, সরাসরি দেখুন সোনি টেন টু, সোনি টেন টু এইচডি চ্যানেল ও সোনি লিভ মোবাইল অ্যাপে, দুপুর ৩টে থেকে।