কলম্বো: শ্রীলঙ্কার বিরুদ্ধে আজ থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজ। প্রেমদাসা স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। চলতি বছরেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এই সিরিজই পাখির চোখ ভারতীয় দলের। টিম কম্বিনেশন সাজানো থেকে শুরু করে সবকিছুই ঝালিয়ে নেওয়ার পালা। অন্যদিকে কোচ রাহুল দ্রাবিড়ের সামনে জাতীয় দলের কোচ হিসেবে দ্বিতীয় সিরিজ জয়ের হাতছানি। 


এর আগে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে জয় পেয়েছিল শ্রীলঙ্কা। সিরিজ পকেটে পুরে ফেলার পর শেষ ম্য়াচে ছিল শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের সুযোগ ছিল ভারতের সামনে। সেটা অবশ্য করতে পারেনি রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণাধীন ভারত। ব্যাটিং বিপর্যয়ের জেরে প্রেমদাসায় সিরিজের শেষ ম্যাচে ৩ উইকেটে হারতে হয়েছে ভারতকে। যদিও হারের মাঝেও উজ্জ্বল অভিষেককারী রাহুল চাহার (৩/৫২), চেতন সাকারিয়াদের (২/৩৪) অদম্য লড়াই। তবে হাতে রানের পুঁজি এতটাই কম ছিল যে সিংহলিদের রক্তচাপ বাড়ালেও ম্যাচ জেতার মতো অবস্থায় কখনই ছিল না ভারত। আভিস্কা ফার্নান্দো (৭৬) ও ভানুকা রাজাপক্ষের (৬৫) জোড়া অর্ধশতরানে ভর করে রান তাড়া করার শুরুতেই ম্যাচের দখল নিয়ে ফেলেছিল শ্রীলঙ্কা। উল্লেখযোগ্যভাবে একদিনের আন্তর্জাতিকে ৯ বছর পর ভারতকে কোনও ম্যাচে হারিয়েছিল শ্রীলঙ্কা। 


কখন, কোথায় দেখবেন ম্য়াচ: ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টি-টোয়েন্টি ম্যাচ, সরাসরি দেখুন সোনি টেন টু, সোনি টেন টু এইচডি চ্যানেল ও সোনি লিভ মোবাইল অ্যাপে, রাত ৮ টা থেকে।