মোহালি: টি-টোয়েন্টি সিরিজে একপেশে জয় এসেছে। তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানেই জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। আগামীকাল থেকে মোহালিতে শুরু হবে টেস্ট সিরিজ। টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে রোহিত শর্মার দল। টেস্টে প্রথমবার অধিনায়ক হিসেবে মাঠে নামবেন রোহিত শর্মা। অন্যদিকে মোহালি টেস্টের সবচেয়ে বেশি আকর্ষণ বিরাট কোহলি। প্রাক্তন ভারত অধিনায়ক নিজের টেস্ট কেরিয়ারের ১০০ তম ম্যাচ খেলতে নামবেন। এই টেস্ট সিরিজে চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানের মতো অভিজ্ঞদের যেমন পাওয়া যাবে না, তেমনই উলটোদিকে শ্রেয়স আইয়ারের মতো প্লেয়ারের কাছে সুযোগ থাকছে এই টেস্ট সিরিজে নিজেকে প্রমাণ করার।
টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামের পর সাদা পোশাকের ক্রিকেটে জাতীয় দলে ফিরেছেন বিরাট কোহলি, জশপ্রীত বুমরা ও ঋষভ পন্থ। ধারেভারে লঙ্কা বাহিনীর থেকে অনেকটাই এগিয়ে
ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্ট ম্যাচটি কোথায় হবে?
ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্ট ম্যাচটি হবে মোহালির পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে।
কবে প্রথম টেস্ট ম্যাচটি?
ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে আগামীকাল, অর্থাৎ ৪ ফেব্রুয়ারি, শুক্রবার থেকে।
প্রথম টেস্ট কখন থেকে শুরু?
ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে সকাল ৯.৩০ থেকে।
কোন চ্যানেলে ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট দেখা যাবে?
ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে।
অনলাইনে ম্য়াচ কোথায় দেখা যাবে?
অনলাইনে ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্টটি দেখা যাবে হটস্টারে।
এদিকে, বিরাট কোহলির শততম টেস্টে নামার আগে তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি জানান, ''গত ১০-১১ বছর ধরে বিরাট কোহলির সফরটা অসাধারণ ছিল। আজ যেখানে পৌঁছেছে ওঁ, তা সত্যিই প্রশংসনীয়। বিসিসিআইয়ের তরফে ও একজন প্রাক্তন অধিনায়ক হিসেবে আমি শুভেচ্ছা জানাতে চাই বিরাটকে তাঁর শততম টেস্টের জন্য়।''
সৌরভ আরও বলেন, ''নিজের কেরিয়ারে অনেক মাইলস্টোন স্পর্শ করেছে বিরাট। এখনও অনেক কিছু পাওয়া ওঁর বাকি রয়েছে। আশা করি, আরও বেশি করে তা পাবে ওঁ। বিরাটের কোচ, পরিবারের প্রত্যেককে অভিনন্দন, কারণ এই সময়টাও সবাই ওঁর পাশে ছিল।''