ধর্মশালা: টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারত। আজ রোহিত শর্মাদের (Rohit Sharma) সামনে সিরিজ জয়ের হাতছানি। জিতলেই এক ম্যাচ বাকি থাকতে ট্রফি জয় নিশ্চিত হয়ে যাবে টিম ইন্ডিয়ার (Team India)। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দলে কোনও পরিবর্তন করল না ভারত। লখনউয়ে সিরিজের প্রথম ম্যাচে যে একাদশ খেলেছিল, তাঁরাই খেলছেন শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে।


তিন ম্যাচের টি-টোয়েন্টির সিরিজের প্রথমটায় ভারত জিতে গিয়েছে। লখনউ পর্ব মিটিয়ে বাকি দুই ম্যাচ হবে ধর্মশালায়। তবে ধর্মশালায় আকাশ যে মুখ ভার করে রেখেছে। যার জেরে বৃষ্টির আশঙ্কা থাকছে ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টি-টোয়েন্টিতে। এমনকী, বৃষ্টিতে ম্যাচ ভেস্তেও যেতে পারে।


আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনিবার ধর্মশালায় বৃষ্টি হওয়ার ৯০ শতাংশ সম্ভাবনা রয়েছে। তাও আবার মুষলধারে। স্বাভাবিক ভাবেই ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা প্রবল। এর পাশাপাশি বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৭ শতাংশ থাকবে বলে জানানো হয়েছে। হাওয়ার গতি থাকবে প্রতি ঘণ্টায় ১০ কিলোমিটার। তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। অর্থাৎ, কনকনে ঠাণ্ডা থাকবে। সব মিলিয়ে পেস বোলিংয়ের উপযুক্ত পরিবেশ-পরিস্থিতি। যে কারণে টস জিতে পিচের সতেজ ভাব কাজে লাগাতে চায় ভারতীয় শিবির।


টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর রোহিত বলেছেন, 'আমরা চাই আমাদের সামনে একটা নির্দিষ্ট রানের লক্ষ্য থাকুক। ম্যাচ যত গড়াবে, ঠাণ্ডা বাড়বে। তবে আমরা তৈরি আছি। হার-জিতের ওপর সব কিছু নির্ভর করে না। আমরা অনেক দিন টানা খেলে চলেছি। ক্রিকেটারেরা চোট আঘাত পাচ্ছে। ক্রিকেটারদের সুস্থতাও আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমরা প্রথম একাদশে থাকা সকলকে পর্যাপ্ত সুযোগ দিতে চাই।'


ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন, দীপক হুডা, বেঙ্কটেশ আইয়ার, রবীন্দ্র জাডেজা, হর্ষল পটেল, ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরা ও যুজবেন্দ্র চাহাল।