নাগপুর:# দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ২ উইকেটে ৩১২। শ্রীলঙ্কার থেকে এগিয়ে ১০৭ রানে। কোহলি ৫৪ ও পূজারা ১২১ রানে ক্রিজে রয়েছেন।


# ১০০ পেরোল ভারতের লিড। ভারতের রান ২ উইকেটে ৩০৬। কোহলির হাফসেঞ্চুরি।





# সেঞ্চুরি করলেন পূজারাও। টেস্টে তাঁর ১৪ তম শতরান।






# ১২৮ রান করে আউট বিজয়। দলের ২১৬ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন হয়। সেঞ্চুরির মুখে দাঁড়িয়ে পূজারাও।

সেঞ্চুরি বিজয়ের। টেস্ট কেরিয়ারে এটি তাঁর দশম শতরান।





#বিজয় ও পূজারার জুটিতে তরতরিয়ে এগিয়ে চলেছে ভারতের ইনিংস। লাঞ্চের পর অর্ধশতরান পূর্ণ করেন পূজারাও।চলতি সিরিজে দ্বিতীয় অর্ধশতরান পূজারার।






ভারত ১ উইকেটে ১৬৭।

শতরানের মুখে পূজারা।

শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ভারতের রান ১ উইকেটে ৯৭। গতকালের ১ উইকেটে ১১ রান নিয়ে খেলা শুরু করে ভারত। মুরলী বিজয় হাফসেঞ্চুরি পূর্ণ করেন।





লাঞ্চে বিজয় ৫৬ এবং চেতেশ্বর পূজারা ৩৩ রানে ক্রিজে রয়েছেন। তাঁদের পার্টনারশিপে এখনও পর্যন্ত ৯০ রান যোগ হয়েছে।

এর আগে গতকাল প্রথম ইনিংসে শ্রীলঙ্কা মাত্র ২০৫ রানে অল আউট হয়ে যায়।